অভিযুক্ত উপপ্রধানের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বনমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকও। তিনি বলেন, 'আইন আইনের পথে চলবে। এই সব ঘটনায় কোন ক্ষমা নেই। গ্রেফতার উপপ্রধানের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে।'
আরও পড়ুন: গলা থেকে খুবলে নিয়েছে মাংস, মাথায় গভীর ক্ষত, স্কুলে যাওয়ার পথে চিতাবাঘের কবলে পড়ুয়া
advertisement
বন দফতর সুত্রে জানা গিয়েছে, এ দিন বাইকে করে বিরল প্রজাতির প্যাঙ্গোলিন নিয়ে বিক্রি করতে যাচ্ছিলেন জেমস। গোপন সূত্রে খবর পেয়ে বক্সা ব্য়াঘ্র প্রকল্পের অন্তর্গত পূর্ব রাজাভাতখাওয়া ও নিমতি রেঞ্জের আধিকারিক এবং কর্মীরা অভিযান চালান।
আরও পড়ুন: বাংলাদেশে পাচারের ঠিক আগে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকার এই জিনিস, জানলে চমকে যাবেন আপনি!
বক্সা ব্য়াঘ্র প্রকল্পের ভিতর দিয়ে যাওয়া ৩১সি জাতীয় সড়কে প্যাঙ্গোলিন সহ মোটর বাইক আটক করে বন দফতর। বাইকে একটি বস্তাতে প্যাঙ্গোলিনটি ভরা ছিল। গ্রেফতার করা হয় তৃণমূলের উপ প্রধানকে। শনিবার তাঁকে আদালতে তোলা হবে।
তবে প্যাঙ্গোলিনটিকে কোন জায়গা থেকে আনা হয়েছিল তা তদন্ত করে দেখছে বন দফতর। উদ্ধার হওয়া প্যাঙ্গোলিনটি ভারতীয় প্রজাতির। এই প্রজাতির প্যাঙ্গোলিন বক্সা বাঘ বনে পাওয়া যায়। ফলে বক্সা ব্য়াঘ্র প্রকল্পের অধীনে থাকা জঙ্গল থেকেই এই প্যাঙ্গোলিন ধরা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখছে বন দফতর। বক্সা ব্য়াঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের ক্ষেত্র অধিকর্তা পারভিন কাশোয়ান বলেন, 'ধৃতের বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষন আইন অনুযায়ী মামলা করা হচ্ছে। শনিবার ধৃতকে আদালতে তোলা হবে।' অভিযুক্ত উপপ্রধানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।