Alipurduar Leopard Attack|| গলা থেকে খুবলে নিয়েছে মাংস, মাথায় গভীর ক্ষত, স্কুলে যাওয়ার পথে চিতাবাঘের কবলে পড়ুয়া
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Alipurduar Leopard Attack: স্কুলে যেতে যেতে হঠাৎই মেলে প্রকৃতির ডাক।জঙ্গলের ধারে গিয়েই বিপত্তি।চিতাবাঘের কবলে পড়ে আহত বীরপাড়ার এক স্কুল পড়ুয়া।
#আলিপুরদুয়ার: স্কুলে যেতে যেতে হঠাৎই মেলে প্রকৃতির ডাক। জঙ্গলের ধারে গিয়েই বিপত্তি। চিতাবাঘের কবলে পড়ে আহত বীরপাড়ার এক স্কুল পড়ুয়া। বাগানের রাস্তা ধরে স্কুলে যাওয়ার সময়, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে সকাল এগারোটা নাগাদ চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হয়েছে দ্বাদশ শ্রেণির পড়ুয়া জীবন ওরাঁও।
শুক্রবার সকাল এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বীরপাড়া থানার বীরপাড়া চা বাগানের টুকরা জটেশ্বর ডিভিশনে।থাবার আঘাতে চিতাবাঘটি খুবলে নিয়েছে ওই ছাত্রের গলার মাংস, সঙ্গে মাথাতেও গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।আশঙ্কাজনক অবস্থায় জীবন ওঁরাও বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি আছে।জীবন বীরপাড়ার ফতেমা হিন্দি হাইস্কুলের ছাত্র।
আরও পড়ুনঃ সরকারি ঘর পেতে দিতে হবে ৩০০০০ টাকা, দুর্নীতির অভিযোগে সরগরম এলাকা
খানিকটা শুনশান জায়গায় চিতাবাঘের হামলার ঘটনা ঘটায় বেশ খানিকটা সময় নিজেকে বাঁচাতে ওই চিতাবাঘের সঙ্গে লড়তে হয়েছে ওই ছাত্রকে।তার আর্ত চিৎকার শুনে স্থানীয় কিছু যুবক ছুটে এলে ওই ছাত্রটিকে ছেড়ে দিয়ে চা বাগানে লুকিয়ে পড়ে চিতাবাঘটি। এলাকার আতঙ্কিত বাসিন্দারা বনদফতরের কাছে খাঁচা পাতার আবেদন জানিয়েছেন। আক্রান্ত ওই ছাত্রকে বাঁচাতে স্থানীয় যুবকরা ছুটে না এলেও, তার প্রাণ সংশয়ের প্রবল সম্ভাবনা। ঘটনার পর থেকে জীবন ওঁরাওকে আতঙ্ক এতটাই গ্রাস করে রেখেছে যে, সে প্রায় কথা বলার ক্ষমতা হারিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আধুনিকতার ছোঁয়ায় কদর কমেছে চৌডলের, মকর সংক্রান্তিতে ভাটা পড়ছে টুসুতে
দু'মাস আগেই বীরপাড়া থেকে ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে জটেশ্বরের দিকে ফেরার পথে বীরপাড়া চা বাগানের পাশের চা বাগান দলগাঁওয়ের কাছে চলন্ত মোটরসাইকেলে সওয়ার এক তরুণীর উরুর মাংস খুবলে নিয়েছিল এক চিতাবাঘ। সংলগ্ন এলাকাতেই দিনের আলোতে এক ছাত্র গুরুতর জখম হওয়ায় গ্রামবাসীদের আতঙ্ক গ্রাস করেছে।
advertisement
আতঙ্কিত জীবন জানায়, 'চা গাছের ঝোপে যে চিতাবাঘটি ঘাপটি মেরে ছিল তা অনুমান করতে পারিনি। আচমকাই আমার ওপর ঝাঁপিয়ে পড়তেই আমি মাটিতে লুটিয়ে পড়ি। চিতাবাঘটি যখন আমাকে ঘায়েল করে চা গাছের ঝোপের ভেতরে টানতে শুরু করেছিল। তখনই কয়েকজন দাদা এসে আমার প্রাণ বাঁচায়।'
জীবনের মামা রাজু ওঁরাও বলেন 'ভাগ্যের জোরে ভাগ্নে বেঁচে গিয়েছে।একটা সময় রাত নামলেই চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করা যেত।কিন্তু দিনের বেলায় পথ চলতি মানুষের উপর চিতাবাঘের হামলার ঘটনায় আমরা প্রচন্ড আতঙ্কিত।'
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 6:45 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar Leopard Attack|| গলা থেকে খুবলে নিয়েছে মাংস, মাথায় গভীর ক্ষত, স্কুলে যাওয়ার পথে চিতাবাঘের কবলে পড়ুয়া