Makar Sankranti 2023|| আধুনিকতার ছোঁয়ায় কদর কমেছে চৌডলের, মকর সংক্রান্তিতে ভাটা পড়ছে টুসুতে

Last Updated:

Makar Sankranti 2023: গ্রাম বাংলার ঐতিহ্য টুসু উৎসব। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় ম্লান হতে চলেছে।  ‌

+
গ্রাম

গ্রাম বাংলার টুসু পরব।

পুরুলিয়া: গ্রাম বাংলার অতি পরিচিত একটি উৎসব হল টুসু তথা মকর উৎসব। উৎসব মূলত অঘ্রাণ মাসের শেষের দিনে শুরু হয় ও পৌষ সংক্রান্তির পূর্ণ তিথিতে গিয়ে শেষ হয়। টানা একমাস ধরে পালিত হয় এই উৎসবের নিয়মরীতি। মকর সংক্রান্তির ভোরে বাড়ির মেয়েরা দলবদ্ধভাবে টুসু গান গেয়ে দেবীকে বাঁশের তৈরি নতুন কাগজে সুসজ্জিত করে চাউল বা চতুর্দলায় বসিয়ে নদী বা জলাশয় নিয়ে গিয়ে দেবীর বিসর্জন দিয়ে থাকেন।
টুসু দেবীকে কুমারী হিসাবে কল্পনা করে তার আরাধনা করা হয়। টুসু পরবের সবথেকে গুরুত্বপূর্ণ চৌডল। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় চৌডল কেনার ভিড় দেখা যাচ্ছে না ঝালদার হাট গুলিতে। বিগত দিনে এই হাটে এক মাস ধরে জমে উঠত মহিলাদের ভীড়। কিন্তু বর্তমানে আর সেরকম ভিড় দেখা যায় না। আধুনিক যুগে টুসু পরবের কদর কমছে বর্তমান প্রজন্মের কাছে।
advertisement
আরও পড়ুনঃ ফের শীতের দাপট! আজ পারদ ঊর্ধ্বমুখী হাওড়ায়, সপ্তাহান্ত কেমন কাটবে?
হাতে গোনা কয়েকটা টুসু হাটে নজরে পড়ছে। ঝালদা হাটে চৌডল কিনতে আসা এক ক্রেতা জানান, এক সময় ঝালদা হাটে চৌডল বিক্রি হতো প্রচুর। কিন্তু এখন আর সেরকম ভাবে বিক্রি হচ্ছে না। হাটে টুসু নিতে এসে দেখি হাতে গোনা কয়েকটা টুসু। আধুনিক যুগের ছেলে মেয়েরা মোবাইলে ব্যস্ত তারা স্থানীয় সংস্কৃতি ভুলতে বসেছে তারা। বিগত দুই বছর করোনার কারণে টুসু উৎসব হয়নি। এ বছর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ধুমধাম সহকারে টুসু পরব মেতে উঠবে গোটা পুরুলিয়া।
advertisement
advertisement
টুসু উৎসবের মূল আকর্ষণ টুসু সঙ্গীত। দেবীর আরাধনার সময় বাড়ির মেয়ে-বউরা টুসু গান গেয়ে থাকেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামের বিভিন্ন জায়গায় মেলাও বসে। তাই মানভূমের মাটিতে টুসু উৎসবের বিশেষ ভূমিকা রয়েছে। আগামী দিনে ও গ্রাম বাংলার এই ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা ধরে রাখবে এমনটাই আশা রাখছেন প্রবীণ নাগরিকেরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Makar Sankranti 2023|| আধুনিকতার ছোঁয়ায় কদর কমেছে চৌডলের, মকর সংক্রান্তিতে ভাটা পড়ছে টুসুতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement