Pradhan Mantri Awas Yojana|| সরকারি ঘর পেতে দিতে হবে ৩০০০০ টাকা, দুর্নীতির অভিযোগে সরগরম কাঁকসা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Pradhan Mantri Awas Yojana: প্রধান বাড়ির জন্য ৩০ হাজার টাকা দাবি করেছেন। সেই টাকা দিতে অস্বীকার করায়, তালিকা থেকে তার নাম বাতিল করা হয়েছে। আর এই ঘটনাকে ঘিরে তোলপাড় পাঠানপাড়া।
কাঁকসা: ৩০ হাজার টাকার বিনিময়ে মিলবে আবাস যোজনার বাড়ি। তালিকায় নাম থাকার পর, টাকা না দেওয়ার ফলে তালিকা থেকে নাম কেটে দেওয়ার অভিযোগ। অভিযোগ ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহিনা বেগমের বিরুদ্ধে। যা নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছে স্থানীয় এলাকা। স্থানীয় বিরোধী নেতৃত্ব সুর চরাচ্ছে এই অভিযোগকে কেন্দ্র করে।
তবে যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ পঞ্চায়েত প্রধান অভিযোগ মানতে নারাজ। তিনি বলছেন, মিথ্যা অভিযোগ করা হয়েছে। যিনি বাড়ির আবেদনের কথা বলছেন, তিনি আগেই বাড়ি পেয়েছেন। অভিযোগ পানাগড় গ্রামের পাঠান পাড়ার বাসিন্দা রহিমা বিবির প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম থাকা সত্ত্বেও, প্রধান তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেছেন। সেই টাকা দিতে অস্বীকার করায়, তালিকা থেকে তার নাম বাতিল করা হয়েছে। আর এই ঘটনাকে ঘিরে এদিন সকাল সাড়ে ১১ টা নাগাদ পাঠানপাড়া এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
advertisement
আরও পড়ুনঃ আধুনিকতার ছোঁয়ায় কদর কমেছে চৌডলের, মকর সংক্রান্তিতে ভাটা পড়ছে টুসুতে
এ দিন প্রধানকে ঘিরে ক্ষোভ উগরে দেন রহিমা বিবি ও তার পরিবার। যদিও প্রধান শাহিনা বেগম জানিয়েছেন, কেউ ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য বা স্বেচ্ছায় কারোর নাম তালিকা থেকে বাতিল করতে পারেন না। প্রশাসনিকভাবে তদন্ত করার পর, তার নাম বাতিল হয়েছে। কারণ রহিমা বিবি, আগেই একটি আবাস যোজনার বাড়ির টাকা পেয়েছেন।
advertisement
advertisement
অন্যদিকে, রহিমা বিবির ছেলের দাবি, তিনি একজন তৃণমূল সমর্থক। এই ধরনের ঘটনায় তিনি লজ্জিত। ২০১৮ সালে তার মা আবেদন করেছিলেন সরকারি বাড়ি পাওয়ার জন্য। কিন্তু তিনি পরে জানতে পারেন, তার মায়ের নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে। গোটা বিষয়টি তিনি প্রশাসনের কাছে জানিয়েছেন। প্রশাসনের কাছে এই বিষয়ে তিনি তদন্তের দাবি জানিয়েছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 6:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Pradhan Mantri Awas Yojana|| সরকারি ঘর পেতে দিতে হবে ৩০০০০ টাকা, দুর্নীতির অভিযোগে সরগরম কাঁকসা