TRENDING:

ভরা বাজারে সাংঘাতিক কাণ্ড! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল... একটুর জন্যে রক্ষা

Last Updated:

ধূপগুড়ি মহকুমার ডাউকিমারী বাজারে সাংঘাতিক কাণ্ড। আচমকাই ভেঙে পড়ল টিনের ছাদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ বাজারে তখন লোকের সমাগম। যে যার মতো জিনিসপত্র দেখছেন। কেউ কিনছেন। কেউ বা নাক সিঁটকে চলে যাচ্ছেন। এরই মাঝে ভরা বাজারে ঘটল সাংঘাতিক কাণ্ড। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাজারের টিনের ছাউনি। বরাত জোরে রক্ষা পেয়েছে ব্যবসায়ী-সহ বাজারে আসা ক্রেতাদের প্রাণ। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার ডাউকিমারী বাজারে সাংঘাতিক ঘটনা। আতঙ্ক এলাকাজুড়ে।
ডাউকিমারী বাজারে ভেঙে পড়েছে টিনের ছাদ
ডাউকিমারী বাজারে ভেঙে পড়েছে টিনের ছাদ
advertisement

আরও পড়ুনঃ ‘লিংক নেই’ এখন অতীত, রাখিতে জলপাইগুড়ির ডাকঘরে বিশেষ চমক! কীসের টানে উপচে পড়ছে ভিড়?

সাপ্তাহিক এই বাজারটি জলপাইগুড়ি জেলা পরিষদের অধীনস্থ। বাজারে আসা ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গোটা বাজার বেহাল দশার শিকার। তা নিয়ে একাধিকবার জেলা পরিষদে জানানো হয়েছে। কিন্তু তার পরেও কোনরূপ কর্ণপাত করা হয়নি। ক্রেতা কিংবা ব্যবসায়ীদের সুবিধার্থে বাজার সারাইয়ের কোন পদক্ষেপ নেওয়া হয়নি জেলা পরিষদের তরফে।

advertisement

আরও পড়ুনঃ হু হু করে বাড়ছে সবজি, তেল, মাংস, রসুনের দাম, মাথায় হাত মধ্যবিত্তের !

এরই মাঝে এদিন বাজারে টিনের ছাউনি ভেঙে পড়ার ঘটনা ঘটল। এর ফলে জেলা পরিষদের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী এবং ক্রেতারাও। এই পরেও কি নিশ্চুপ থাকবে জেলা পরিষদ?

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভরা বাজারে সাংঘাতিক কাণ্ড! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল... একটুর জন্যে রক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল