Price Hike: হু হু করে বাড়ছে সবজি, তেল, মাংস, রসুনের দাম, মাথায় হাত মধ্যবিত্তের !

Last Updated:
Price Hike: বাজারে আগুন! প্রতিদিন হু হু করে বাড়ছে সবজি, তেল, রসুন ও মাংসের দাম। নিত্যপ্রয়োজনীয় এই জিনিসগুলির মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস করছেন মধ্যবিত্তরা। খরচ সামলানো দায়, স্বস্তির কোনও ইঙ্গিত নেই এখনও।
1/6
বর্ষার ভেজা দিনে বাজারে চড়া দাম, হাঁসফাঁস জলপাইগুড়ির ক্রেতারা! দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট থাকলেও, সাম্প্রতিক কালে উত্তরবঙ্গও পিছিয়ে নেই। বিগত কয়েকদিন ধরে জলপাইগুড়ি শহরজুড়ে চলছে টানা বৃষ্টির ধারা। আর এই আবহাওয়ায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের ৷ কারণ, ভিজছে শুধু শহর নয়, পকেটও!
বর্ষার ভেজা দিনে বাজারে চড়া দাম, হাঁসফাঁস জলপাইগুড়ির ক্রেতারা! দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট থাকলেও, সাম্প্রতিক কালে উত্তরবঙ্গও পিছিয়ে নেই। বিগত কয়েকদিন ধরে জলপাইগুড়ি শহরজুড়ে চলছে টানা বৃষ্টির ধারা। আর এই আবহাওয়ায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের ৷ কারণ, ভিজছে শুধু শহর নয়, পকেটও!
advertisement
2/6
শহরের দিনবাজার, স্টেশন বাজার, বউবাজার-সহ একাধিক বাজার ঘুরে দেখা গেল, সবজির দামে কোন জিনিসের দাম একটু ঊর্ধ্বমুখী কোনটা আরেকটু কমেছে ।
শহরের দিনবাজার, স্টেশন বাজার, বউবাজার-সহ একাধিক বাজার ঘুরে দেখা গেল, সবজির দামে কোন জিনিসের দাম একটু ঊর্ধ্বমুখী কোনটা আরেকটু কমেছে ।
advertisement
3/6
ক্রেতারা বলছেন, “যা আয় তাতে তো সপ্তাহের বাজার করাই মুশকিল। প্রতিদিনই দাম বাড়ছে।পটলের দাম পৌঁছেছে কেজি প্রতি ৬০ টাকায়। আলু পাওয়া যাচ্ছে ২০ টাকায়, তবে অন্যান্য সবজির দাম ৩০ থেকে ৪০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।
ক্রেতারা বলছেন, “যা আয় তাতে তো সপ্তাহের বাজার করাই মুশকিল। প্রতিদিনই দাম বাড়ছে।পটলের দাম পৌঁছেছে কেজি প্রতি ৬০ টাকায়। আলু পাওয়া যাচ্ছে ২০ টাকায়, তবে অন্যান্য সবজির দাম ৩০ থেকে ৪০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।
advertisement
4/6
ঝিঙ্গে, বরবটি—সব কিছুর দামই ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। শুধু সবজিই নয়, মুদিখানার জিনিসেও ভেজা হাত!
ঝিঙ্গে, বরবটি—সব কিছুর দামই ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। শুধু সবজিই নয়, মুদিখানার জিনিসেও ভেজা হাত!
advertisement
5/6
সর্ষের তেলের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। কোথাও সর্ষের তেল বিকোচ্ছে ১৮০ টাকায় থেকে কোথাও ২০০ টাকা লিটার দরে।
সর্ষের তেলের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। কোথাও সর্ষের তেল বিকোচ্ছে ১৮০ টাকায় থেকে কোথাও ২০০ টাকা লিটার দরে।
advertisement
6/6
রসুনের দাম ছুঁয়েছে ২০০ টাকা কেজি।পাশাপশি এক বাজারের মাংস বিক্রেতা বললেন, মুরগির মাংস কোথাও ১৪০, কোথাও ১৫০ টাকা কেজি—এই দামের মধ্যে চলছে।”
রসুনের দাম ছুঁয়েছে ২০০ টাকা কেজি।পাশাপশি এক বাজারের মাংস বিক্রেতা বললেন, মুরগির মাংস কোথাও ১৪০, কোথাও ১৫০ টাকা কেজি—এই দামের মধ্যে চলছে।”
advertisement
advertisement
advertisement