আরও পড়ুন: বাঙালির ঠাকুরঘর নিয়েই ওঁদের কারবার, করতে হয় লাখ লাখ বিনিয়োগ!
আসন্ন প্রজাতন্ত্র দিবসের আগে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন। স্টেশন চত্বরে জিআরপি ও আরপিএফ-এর সংখ্যা বাড়ানো হয়েছে। আরপিএফ-এর কমান্ড অফিসার কমল সিং জানান, উত্তর-পূর্ব রেলের একটি অন্যতম গুরত্বপূর্ণ স্টেশন হল নিউ জলপাইগুড়ি। প্রতিদিন লাখ লাখ যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। দু’দিন বাদেই দেশ মাতবে প্রজাতন্ত্র দিবস উদযাপনে। তার আগে যে কোনও ধরনের নাশকতা রুখতে জিআরপি ও আরপিএফ-এর যৌথ উদ্যোগে এই নাকা চেকিং করা হচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি বলেন, প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে গোটা রেলওয়ে স্টেশন চত্বরে বিশেষ তল্লাশি অভিযান চালানো হবে। যাত্রীদের লাগেজ, ওয়েটিং রুম সহ বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চলবে বলে জানা গিয়েছে। স্নিফার ডগ দিয়েও চলবে তল্লাশি। একই সঙ্গে নিরাপত্তার খাতিরে প্রতিটি ট্রেনে চারজন আরপিএফ অফিসারদকে রাখা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। রেল স্টেশনের পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের আগে শিলিগুড়ি শহরকেও নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে নাকা চেকিং।
অনির্বাণ রায়





