West Bardhaman News: বাঙালির ঠাকুরঘর নিয়েই ওঁদের কারবার, করতে হয় লাখ লাখ বিনিয়োগ!

Last Updated:

ঠাকুরঘর সাজানোর কাঁসা-পিতলের বিভিন্ন সামগ্রীর ব্যবসা রয়েছে বিজয় পন্ডিতের। কিন্তু এই ব্যবসা আর কতদিন?

+
ঠাকুরঘর

ঠাকুরঘর সাজানোর সামগ্রীর সম্ভার।

পশ্চিম বর্ধমান: আপনার ঠাকুরঘর সেজে ওঠে ওঁদের দৌলতে। ঠাকুর ঘরে থাকা আদরের গোপাল হোক বা তাকে ভোগ দেওয়ার বাসনপত্র, সবকিছু যোগদান দেন এই ব্যবসায়ীরা। বাঙালির ঠাকুরঘরে মূলত কাঁসা-পিতলের তৈরি বাসনপত্র, ধূপদানি, প্রদীপ ইত্যাদি ব্যবহার করা হয়। আর এই ব্যবসা করে দিন চলে অনেকের। তবে তার জন্য দিতে হয় কঠিন পরিশ্রম। বিনিয়োগ করতে হয় লাখ লাখ টাকা।
ঠাকুরঘর সাজানোর কাঁসা-পিতলের বিভিন্ন সামগ্রীর ব্যবসা রয়েছে বিজয় পন্ডিতের। তবে শুধু বিজয়বাবু নন, এই করবো রে একাধিক সঙ্গী রয়েছে তাঁর। এই প্রসঙ্গে বিজয়বাবু বলেন, এই সমস্ত জিনিসপত্র বেশিরভাগ উত্তরপ্রদেশের মুরাদাবাদ থেকে নিয়ে আসতে হয়। তবে কিছু কিছু জিনিস নবদ্বীপ থেকেও পাওয়া যায়। বেশি মাত্রায় পিতলের তৈরি জিনিসপত্র কিনতে গেলে তিন থেকে চার লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়। আর অল্প বিনিয়োগ করে কিনলে তাতে লাভ হয় কম। পরিবহণ খরচ অনেক বেড়ে যায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তবে বাঙালির ঠাকুর ঘরের জিনিসপত্র নিয়ে এই ব্যবসায় আগের থেকে লাভ অনেকটাই কমেছে। তাই বাধ্য হয়ে ব্যবসায়ীরা এখন বিভিন্ন ছোট-বড় মেলায় স্টল দেন। তবে সারা বছরই এই সমস্ত জিনিসের চাহিদা থাকে। সব মিলিয়ে মোটের উপর এখনও এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন বিজয়বাবুর মত ব্যবসায়ীরা। তবে যেভাবে অনলাইনের দাপট বাড়ছে তাতে এই ব্যবসার ভবিষ্যৎ কী তা কেউ জানে না।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: বাঙালির ঠাকুরঘর নিয়েই ওঁদের কারবার, করতে হয় লাখ লাখ বিনিয়োগ!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement