আরও পড়ুন: কেবল নিজের ঘরে এসি, উন্নয়নের নামে টাকা নিয়েও অপরিষ্কার স্কুল, প্রধান শিক্ষকের বদলির দাবিতে পড়ুয়ারা
এমনই এক ভয়ংকর বিচিত্র কাহিনীর কথা শোনালেন মহম্মদনূর হোসেন গাজী। সুন্দরবনে মাছ, কাঁকড়া ধরতে জলাজঙ্গলের খাড়িতে গিয়ে বাঘের মুখে পড়েন উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের সুন্দরবন অঞ্চলের সামসেরনগরের বাসিন্দা। প্রায় ৩০ বছর আগে বাবা ও দাদার সঙ্গে সংসারে রুজিরুটির টানে গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন নূর হোসেন গাজী।
advertisement
জঙ্গলের খাড়িতে মাছ ধরার সময় হঠাৎ বাঘ জঙ্গল থেকে লাফিয়ে নূর হোসেনের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। যদিও দারিদ্র্যতার সঙ্গে জলবেষ্টিত দ্বীপে লড়াই করে বাঁচা নুর হোসেন ভয় পাননি। বরং হাতের লাঠি নিয়েই বাঘের সামনে বুক চিতিয়ে পাল্টা রুখে দাঁড়ান। তারপর তাঁর চিৎকারে এগিয়ে যাওয়া তাঁর বাবা আর দাদা দৌড়ে বাঘের মুখের উপর থাবা মারে ও লাঠি দিয়ে মারলে অবশেষে বাঘ পালিয়ে যায়। বাঘের আক্রমণের পিঠের মেরুদণ্ডের উপর সেই থাবার ক্ষত যেন আজও দগদগে। দীর্ঘ প্রায় ৩০ বছর কেটে গেলেও তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই ছবি আগে ভেসে ওঠে বলে জানান নূর হোসেন গাজী।
জুলফিকার মোল্যা