উল্লেখ্য চলতি মাসের ১৩ই জুলাই থেকে ১৫ই জুলাই পর্যন্ত দুর্গাপুরে অনুষ্ঠিত হয় ৩৫তম রাজ্য তাইকোন্ড প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচশোর অধিক প্রতিযোগী অংশ নেন এই প্রতিযোগিতায়। একই রকম ভাবে মালদহ জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন তাইকোন্ড প্রতিযোগিতায়। আর সেখানেই অংশ নিয়ে মালদহের তিনজন প্রথম হয়ে সোনা জয় করে এবং একজন চতুর্থ হয়ে ব্রোঞ্জ পদক জেতে।
advertisement
এই তাইকোন্ড প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশ নিয়ে মালদহের অভীক সাহা, আদ্রিকা সেন এবং তিশা মন্ডল প্রথম হন। প্রথম হয়ে তিনজনই জাতীয় স্তরে নির্বাচিত হয়েছে। আগামীতে জাতীয় স্তরে তাইকোন্ড প্রতিযোগিতায় খেলবেন এই তিনজন খেলোয়াড়। তাইকোন্ড মার্শাল আর্ট প্রশিক্ষক আশিষ রায় জানান,”পরিশ্রমের ফল তারা পেয়েছে। তাদের এই সাফল্য দেখে খুব ভাল লাগছে। আগামীতে রাজ্যের হয়ে জাতীয় স্তরেও তারা যেন স্বর্ণপদক জয় করুক এটাই আশা করছি।”
আরও পড়ুনঃ IND vs ENG: পরিবারে বিপদ! হঠাৎই ইংল্যান্ড ছাড়লেন ভারতীয় তারকা, কারণটা কী? জানুন বিস্তারিত
বিভিন্ন খেলার ক্ষেত্রে মালদহ জেলার ঝুলিতে একাধিক স্বর্ণপদকের পর এবার তাইকোন্ড প্রতিযোগিতায় জেলার তিন কিশোরের এমন সাফল্য নজর কেড়েছে সকলের। তাদের এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে জেলার ক্রীড়া মহলে।
জিএম মোমিন।