IND vs ENG: পরিবারে বিপদ! হঠাৎই ইংল্যান্ড ছাড়লেন ভারতীয় তারকা, কারণটা কী? জানুন বিস্তারিত

Last Updated:

IND vs ENG: ৩১ জুলাই থেকে ওভালে শুরু হতে চলেছে সিরিজের পঞ্চম টেস্ট। শেষ টেস্ট ঘিরে চড়ছে পারদ। এরই মধ্যে ইংল্যান্ড ছাড়লেন টিম ইন্ডিয়ার তারকা পেসার।

News18
News18
ইংল্যান্ড সফরে ভারতীয় দলের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ইতিমধ্যেই ৪টি ম্যাচ হয়ে গিয়েছে। বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ম্যাঞ্চেস্টার টেস্টে শেষ ২ দিন দুরন্ত ব্যাটিং করে ড্র করেছে ভারত। ৩১ জুলাই থেকে ওভালে শুরু হতে চলেছে সিরিজের পঞ্চম টেস্ট। শেষ টেস্ট ঘিরে চড়ছে পারদ।
ভারতীয় দলের ইংল্যান্ড সফরের পাশাপাশি বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার ইংল্যান্ডের বিভিন্ন কাউন্টি ক্লাবের হয়ে খেলছেন। এরই মধ্যে এক চমকপ্রদ সিদ্ধান্তে ভারতীয় পেসার খলিল আহমেদ হঠাৎ ইংল্যান্ড ত্যাগ করেছেন। খলিল আহমেদ এসেক্স কাউন্টি ক্লাবের সঙ্গে একটি দুই মাসের চুক্তিতে যুক্ত ছিলেন। চুক্তি অনুযায়ী তাকে ছয়টি ফার্স্ট ক্লাস ম্যাচ এবং দশটি লিস্ট-এ ম্যাচ খেলতে কথা ছিল। কিন্তু তিনি মাত্র দুটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে নিজ দেশে ফিরে গেছেন।
advertisement
advertisement
ক্লাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যক্তিগত কারণে খলিল এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা তার সিদ্ধান্তকে সম্মান জানায়। এসেক্স তার অবদানের জন্য ধন্যবাদও জানিয়েছে। এসেক্সের হয়ে দুটি ম্যাচ খেলে খলিল মোট চারটি উইকেট নেন। এর আগে তিনি ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটি ম্যাচে প্রথম ইনিংসে চার উইকেট শিকার করেছিলেন। সেই পারফরম্যান্সের পরই তিনি এসেক্সের সঙ্গে যুক্ত হন। কিন্তু হঠাৎ করেই তার দল ত্যাগ ক্রিকেটমহলে প্রশ্ন তুলেছে।
advertisement
খলিল আহমেদ এর আগে ভারতের হয়ে ১১টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৮ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ২০১৯ সালে তিনি শেষ ওয়ানডে খেলেন। টি-টোয়েন্টি দলে তিনি ২০২৪ সালে আবার ফিরেছিলেন। তার সাম্প্রতিক পারফরম্যান্স ভালো হলেও হঠাৎ করে ইংল্যান্ড ত্যাগ করায় তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: পরিবারে বিপদ! হঠাৎই ইংল্যান্ড ছাড়লেন ভারতীয় তারকা, কারণটা কী? জানুন বিস্তারিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement