বৃহস্পতিবার সকালে কালচিনির নিমতি মোড় এলাকায় আলিপুরদুয়ারগামী প্রধান সড়কের উপর পড়ে যায় একটি বিশাল গাছ। রাস্তাটি অত্যন্ত ব্যস্ত হওয়ায় এই গাছ পড়ার ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বাইক। আহত হয়েছেন ওই বাইকগুলোর চালকরা। বৃহস্পতিবার সকালে কালচিনি থেকে নিমতি হয়ে আলিপুরদুয়ারগামী প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাষের জমিতে জল দিতে গিয়ে মুহূর্তে মৃত্যু হল চাষির! পুরোটা জানলে…
advertisement
বড় গাছ পড়ার সময় তার ডালপালার ধাক্কায় বিদ্যুতের তারও ছিঁড়ে পড়ে রাস্তার উপর। তবে একটু জন্য প্রাণে বেঁচে গিয়েছেন অনেকে। এই ঘটনার জেরে প্রধান সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গ্রাম পঞ্চায়েত ও বিদ্যুৎ দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজে হাত লাগান। এদিকে আহত তিন বাইক চালককে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার হাসপাতালে।
অনন্যা দে