লাভের আশায় কেউ পাঁচ বিঘা তো কেউ ১০ বিঘা জমিতে চাষ করেছিলেন পাট। তবে সেই লাভের মুখ আর হয়ত দেখতে পাবেন না পাট চাষিরা। জলের তলায় ডুবে প্লাবিত হয়েছে মালদহের বৈষ্ণবনগরের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার চাষ জমি। যার ফলে ক্ষতির মুখে শতাধিক পাট চাষিরা।
advertisement
কারও চাষ জমিতে গলা অবধি, তো কারও আবার কোমর বরাবর জল। জল কমলেও বাঁচবে না পাট বলে দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের। মালদহের এক পাট চাষি উত্তম সরকার জানান, পাট চাষ করে যে আয় হয়, তা দিয়েই সারা বছরের সংসার চলে। কিন্তু এই বছর প্রায় সব জমিই জলের তলায়। জল উপর দিয়ে পাট কাটা অসম্ভব, শুকাব কোথায় কিছুই বুঝে উঠতে পারছি না। যদি জল না নামে লক্ষাধিক টাকার ক্ষতি হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে কৃষকদের ক্ষতিপূরণের জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা রয়েছে। সেখানে আবেদনের মাধ্যমে তারা ক্ষতিপূরণ পেতে পারবেন বলে জানিয়েছেন জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূশয়ান্ত কুমার রাঘব। মূলত মালদহ জেলার কালিয়াচকের ১, ২, ৩ ও মানিকচক ব্লকের নদী তীরবর্তী এলাকায় ব্যাপক পরিমাণে পাট চাষ লক্ষ্য করা যায়। জেলা জুড়ে প্রায় ৩,০০০ হেক্টর জমিতে চাষ হয় পাট। তবে বর্তমানে প্লাবন পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন জেলার কয়েক হাজার পাট চাষি। এখন দেখার বিষয় ক্ষতিপূরণে কতটা উপকার হয় চাষিদের।