মালদহের মানিকচক, কালিয়াচকের পর এবার জেলা সদর এলাকা ইংরেজবাজার ব্লক এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙন। ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েতের খাসকল গ্রামের গঙ্গা নদী তীরবর্তী রবিদাস পাড়া, শেখ পাড়া, চৌধুরী পাড়ায় প্রায় ৮০০ পরিবারের বসবাস। এক গ্রামবাসী পিংকি রবিদাস জানান, ‘গ্রামের একাধিক পুজো বিসর্জন হত এই ঘাটে। বর্তমানে বাড়ির কাছে গঙ্গার জল এসেছে। রাত জেগে পাহারায় থাকতে হচ্ছে খুব আতঙ্কে রয়েছি।’
advertisement
স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী জানান, ‘বিষয়টি নিয়ে জেলা প্রশাসন এবং সেচ দফতরে জানানো হয়েছে। ইতিমধ্যে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে।’
ভাঙন রোধের কাজ হলেও অসন্তুষ্টি প্রকাশ করেছেন গঙ্গা তীরবর্তী বাসিন্দারা। তাদের দাবি বালির বস্তা দিয়ে নয় ভাঙন রোধের জন্য পাথর দিয়ে বাঁধ নির্মাণ করে স্থায়ীভাবে সমস্যার সমাধান করা হোক।