ভাইরাল ব্যক্তি অভিজিৎ চৌধুরী জানান, ‘দীর্ঘ সময় ধরেই তাঁর বিভিন্ন গাছের প্রতি ভালোবাসা। তাঁর বাড়িতে একাধিক রকমের ফুলের গাছ রয়েছে। তাই আচমকাই তাঁর একদিন মনে হল বাড়ির ছাদ বাগানে সবজি চাষ করার বিষয়টি। বর্তমান সময়ে বাজারে পাওয়া যায় এমন বেশিরভাগ সবজি রাসায়নিক সারের মাধ্যমে তৈরি হয়। তবে বাড়ির ছাদ বাগানে খুব সহজেই জৈব সার প্রয়োগ করার মাধ্যমে সবজি চাষ করা সম্ভব। তাই তিনি এভাবে অসময়ে লাউ এবং বাঁধাকপি চাষ করেছেন। আর এতেই বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন তিনি।’
advertisement
আরও পড়ুন- দ্বিতীয়বার স্তন ক্যানসারে আক্রান্ত তাহিরা, মারণ রোগের খবর শুনে যা বললেন স্বামী আয়ুষ্মান…
তিনি আরও জানান, ‘এই চাষ করতে তাঁর বীজ লেগেছে ৩০ টাকার। সার কিনতে হয়েছিল ১০০ টাকার। যেটি তিনি পুরসভার জৈব সার উৎপাদন কেন্দ্র থেকে কিনে এনেছিলেন। এছাড়া হাড়গুঁড়ো এবং কিছু সরষের খোল কিনে বাড়িতে পঁচিয়ে চাষের মাটিতে মিশিয়ে ছিলেন তিনি। চাষের জন্য ব্যবহার করেছিলেন থার্মোকলের বাক্স। যেগুলির মধ্যে অনেকটা পরিমাণ মাটি ভরা সম্ভব। আর এভাবেই খুব সহজ জৈব পদ্ধতির মাধ্যমে তিনি বাড়ির ছাদ বাগানে চাষ করেছেন বাঁধাকপি এবং লাউয়ের। তাঁকে দেখে আরও বহু মানুষ এই পদ্ধতি অবলম্বন করতে শুরু করেছেন।’
বর্তমান সময়ে বাড়ির ছাদ বাগানে এভাবেই বিভিন্ন মরশুমে চাষ করা সম্ভব অনেকটা সহজে। আর এই চাষের মাধ্যমে জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজি পাবেন যেকেউ। তাই রাসায়নিক সবজি খেয়ে শরীরের ক্ষতির হাত থেকে বাঁচতে অবশ্যই এই পদ্ধতি চেষ্টা করে দেখতে পারেন। এভাবে বাড়ির ছাদ বাগানে বাণিজ্যিকভাবেও চাষাবাদ করা সম্ভব। তবে সেটা বৃহৎ পরিসরে নয় স্বল্প পরিসরে।
Sarthak Pandit





