Tahira Kashyap: দ্বিতীয়বার স্তন ক্যানসারে আক্রান্ত তাহিরা, মারণ রোগের খবর শুনে যা বললেন স্বামী আয়ুষ্মান...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Tahira Kashyap's Breast Cancer: ফের দ্বিতীয়বার স্তন ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী পরিচালক তাহিরা কাশ্যপ৷ সম্প্রতি নিজের ইনস্টা পোস্টে এই খবর সকলকে জানিয়েছেন তিনি৷
advertisement
advertisement
advertisement
advertisement
ক্যাপশনে, তাহিরা লিখেছেন, “যখন জীবন আপনাকে লেবু দেবে, তখন লেবুর সরবত তৈরি করুন। যখন জীবন খুব উদার হয়ে ওঠে এবং আপনার দিকে কিছু ছুঁড়ে মারে, তখন তাড়াহুড়ো না করে, শান্তভাবে লেবুর রস,আপনার প্রিয় কালা খাট্টা পানীয়তে খুশি হয়ে চুমুক দিন। কারণ প্রথমবার যদি আপনি ভাল ভাবে কিছু গ্রহণ করতে পারেন, তবে দ্বিতীয়বার আপনি জানবেন যে আপনি আবারও আপনার সেরাটা দিতে পারবেন।
advertisement
advertisement
স্ত্রীর ক্যানসারের খবর শুনে আয়ুষ্মান মন্তব্য করেছেন,'আমার নায়ক, দ্বিতীয় বারেও তোমার পাশে আছি'। বছরের পর বছর ধরে, তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের সঙ্গে সংগ্রাম এবং চিকিৎসার যাত্রা সম্পর্কে ধারাবাহিকভাবে কথা বলেছেন। এই বছর, ২০২৫ সালের বিশ্ব ক্যানসার দিবসে, তাহিরা আরেকটি অনুপ্রেরণামূলক পোস্ট শেয়ার করেছিলেন। দ্বিতীয়বার স্তন ক্যানসারের খবর শুনে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷