দুই শিশুর এই প্রতিভার বিষয়ে তাঁদের মা সুমিত্রা বর্মন সরকার জানান, “ছোট্ট বয়স থেকেই গান শুনলেই নাচ করতে শুরু করত দু’জন। তখন থেকেই দু’জনের নাচের প্রতি আগ্রহ। হঠাৎ করেই একদিন বাড়িতে অনুশীলন করার একটি ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। তারপর থেকেই সকলের পরিচিত হয়ে উঠেছে দু’জন। বর্তমান সময়ে দুই ভাইয়ের এই সাফল্য রীতিমতো অবাক করে তাঁর মাকে। মাঝে মাঝে তিনি ভাবেন তিনি স্বপ্ন দেখছেন নাকি সত্যিই এটা বাস্তব। ছেলেদের তিনি যেই জায়গায় দেখতে চাইতেন, সেই স্বপ্ন তাঁর সত্যি হয়েছে।”
advertisement
দুই শিশুর বাবা রসেন্দ্র সরকার জানান, “তিনি পেশায় একজন পরিযায়ী শ্রমিক। কখনও ভুটানে আবার কখনও কেরলে কাজ করতে যান। ছেলেদের এই প্রতিভায় সবসময় উৎসাহ দেন তিনি। বর্তমানে ছেলেদের এই সাফল্য অনেকটাই খুশি করেছে তাঁকে। তবে ছেলেদের এই সাফল্যের একটি বড় অবদান রয়েছে তাঁদের নাচের শিক্ষক সৌরভ পাটোয়ারির।” দুই ভাইরাল শিশু রিজু সরকার ও রাজদ্বীপ সরকারকে প্রশ্ন করতে তাঁরা জানায়, “তাঁদের ইচ্ছে নাচ নিয়ে আরও অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যাওয়া। দুই ভাই মিলে জেলার নাম বহু মানুষের কাছে ছড়িয়ে দিতে চায় তাঁরা।”
দুই শিশুর এই প্রতিভায় ইতিমধ্যেই বহু মানুষের মধ্যে সাড়া ফেলেছে। জেলার পাশাপশি, বাইরের মানুষেরাও অনেকটাই পছন্দ করছেন দুই শিশুর নাচ। আগামীতে তাঁরা দু’জনই এই শোয়ে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চায়।
Sarthak Pandit