TRENDING:

Jalpaiguri News: সোনার মতো ঝাঁ-চকচকে, রবির দোকানেই ঝকঝক করছে তিন প্রজন্মের কাঁসার ইতিহাস! জানলে অবাক হবেন

Last Updated:

Jalpaiguri News: কাঁসার চকচকে ঐতিহ্য এখনও বেঁচে আছে রবির হাতে। জলপাইগুড়ির এক দোকানে তিন প্রজন্মের শিল্পযাপনে রয়েছে বহু স্মৃতির পরশ।জলপাইগুড়ি হাসপাতালপাড়ার রাস্তায় চোখে পড়ে এক ছোট্ট দোকান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: কাঁসার চকচকে ঐতিহ্য এখনও বেঁচে আছে রবির হাতে। জলপাইগুড়ির এক দোকানে তিন প্রজন্মের শিল্পযাপনে রয়েছে বহু স্মৃতির পরশ।জলপাইগুড়ি হাসপাতাল পাড়ার রাস্তায় চোখে পড়ে এক ছোট্ট দোকান। দোকানের ভেতর আলো ছড়াচ্ছে কাঁসার বাসন, যেন প্রতিফলিত সূর্যরশ্মি নয়, প্রতিফলিত ইতিহাস।
advertisement

সেই দোকানে বসে আছেন রবি কংস বনিক। হাতে একটি পুরনো কাঁসার বাটি, সেটির গায়ে জমে থাকা সময়ের দাগ, কালো ছোপ, আঁচ ধুয়ে মুছে নতুন করে জীবন ফিরিয়ে আনছেন তিনি। এই কাজ কেবল রোজগার নয়—এ রবি ও তার পরিবারের পরিচয়। প্রায় ৯০ বছর আগে ঠাকুরদা শুরু করেছিলেন এই দোকান।

আরও পড়ুন-আজই সেই মাহেন্দ্রক্ষণ…! মা বিপত্তারিণীর কৃপায় ভাগ্য খুলবে ৫ রাশির, দু-হাত ভরিয়ে দেবেন অর্থ-যশ-খ্যাতি, জানুন আপনার কপালে কী

advertisement

তারপর বাবার হাত ধরে এসেছে রবি, আর এখন তার ছোট ছেলেও হাতে তুলে নিচ্ছে কাঁসার জগৎ। একসময় এই দোকানে ২৫০ জন কর্মচারী কাজ করতেন। বিয়েবাড়ি, পুজো, শ্রাদ্ধ — কাঁসার বাসন ছিল অবিচ্ছেদ্য অংশ। আজ সেই কদর ফিকে। স্টিল, মেলামাইন আর প্লাস্টিকের দাপটে দোকানে কর্মচারী বলতে এখন রয়েছে মাত্র ১ জন।

advertisement

View More

আরও পড়ুন-‘নীল অপরাজিতা’-ই খুলবে পোড়া কপাল…! লাগান বাড়ির ‘এই’ কোণে, চুম্বকের মতো টাকা আসবে ঘরে, মরা ভাগ্য জেগে উঠবে

তবু রবি হাল ছাড়েননি। টিকে রয়েছে এভাবেই। অনেকে ভাবে কাঁসা ফেলে দেবে, কিন্তু আমরাই তাকে নতুন জীবন দিই। এটাতেই শান্তি পাই, বলেন তিনি। আজও কিছু মানুষ আছেন, যারা ঠাকুমার পুরনো থালা বা বাবার পিতলের ঘটটি যত্ন করে এনে দেন রবির হাতে। তাদের স্মৃতির ভাঁজে গাঁথা ঐতিহ্য নতুন করে ঝকঝক করে ওঠে তার কারিগরিতে। রবির মতো মানুষের হাত ধরে আজও টিকে আছে এক হারাতে বসা শিল্প।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুরজিৎ দে 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: সোনার মতো ঝাঁ-চকচকে, রবির দোকানেই ঝকঝক করছে তিন প্রজন্মের কাঁসার ইতিহাস! জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল