TRENDING:

Viral Toto Car: টোটো না ভিনটেজ কার! রাস্তায় চললেই হাঁ করে দেখছেন সবাই

Last Updated:

Toto Decoration: মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছেন টোটো। ভিন্টেজ কারের মতো চেহারা দিয়েছেন নিজের বাহনকে। এই টোটো এখন ভাইরাল কোচবিহারে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: টোটো গাড়িকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে রূপান্তর করেছেন বহু ব্যক্তি। কেউ বানিয়েছেন ভ্রাম্যমান খাবারের দোকান। আবার কেউ বানিয়েছেন অ্যাম্বুলেন্স। তবে এবার কোচবিহারের এক ব্যক্তি তাঁর শখের বশেই টোটো গাড়িকে এক নতুন রূপ দিলেন।
advertisement

দীর্ঘ সময় ধরে তাঁর টোটোকে নতুন রূপ দেওয়ার ইচ্ছে। সেই ইচ্ছেকে বাস্তবের রূপ দিয়েই এই প্রয়াস ব্যক্তির। বর্তমানে এই টোটো গাড়িটি রাস্তায় নিয়ে বেরোলেই রাস্তার মানুষেরা অবাক দৃষ্টিতে তাঁকিয়ে দেখছেন। অনেকে তো এগিয়ে এসে প্রশ্ন করে বসছেন। তাই বর্তমানে এই টোটো  দারুণ ভাইরাল কোচবিহারে।

আরও পড়ুন- স্বামীর সঙ্গে ঘর করা হল না, হাল ধরতে টোটোই ভরসা সাখিনার!

advertisement

টোটো গাড়ির মালিক রমাপ্রসাদ চৌধুরী জানান, দীর্ঘ সময়ের তাঁর ইচ্ছে ছিল এই ধরনের একটি অন্য রকমের টোটো গাড়ি তিনি রাখবেন নিজের কাছে। সেজন্য এই গাড়িটি নিজের বুদ্ধি দিয়েই তৈরি করেছেন তিনি। আনুমানিক প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকার মতো খরচ তিনি করেছেন এই টোটোর ভোল বদলে। আরও কিছু কাজ বাকি রয়েছে এখনও। তবে আগামী কিছুদিনের মধ্যেই এই গাড়িটি তিনি সম্পূর্ণ তৈরি করে ফেলবেন। তখন এই গাড়িটি দেখতে আরও সুন্দর হয়ে উঠবে। যদিও এই গাড়িটি এখনই বহু মানুষের নজর আকর্ষণ করছে।

advertisement

View More

আরও পড়ুন- তিরিশেই বয়সের ছাপ মুখে? এই ১ সবজি নিংড়ে নেবে বার্ধক্য! ঝকঝকে ত্বকে ফিরবে আত্মবিশ্বাস

তিনি আরও জানান, এই গাড়িটি তিনি নিজের ব্যবহারের জন্য বানিয়েছেন। তবে যদি কেউ অন্নপ্রাশন কিংবা বিশেষ কোন অনুষ্ঠানে ভাড়া নিতে চায় তবে। অবশ্যই তিনি ভাড়া দেবেন। যদিও তাতেও টাকা নেবেন একেবারেই সামান্য। তাঁর একটি সাঁতারের স্কুল রয়েছে। বর্তমানে সেখানে বাচ্চাদের তিনি এই টোটো গাড়িতে আনা নেওয়া করে থাকেন। বাচ্চারা এই গাড়িটিকে বেশ পছন্দ করে। এছাড়া বহু বড়দের কাছেও এই গাড়িটি কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়। আগামীতে আরও মানুষের দৃষ্টি এই টোটো আকর্ষণ করতে চলেছে এই টোটো।

advertisement

যদিও তিনি ইঞ্জিনিয়ারিং শেখেননি। তবুও নিজের বুদ্ধি প্রয়োগ করে এই সুন্দর বিলাসবহুল টোটো তৈরির বিষয়টি ইতিমধ্যেই প্রসিদ্ধ করেছে তাঁকে। বহু মানুষ আসছেন তাঁর কাছে এই টোটো সম্পর্কে জানতে।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

সার্থক পন্ডিত 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Toto Car: টোটো না ভিনটেজ কার! রাস্তায় চললেই হাঁ করে দেখছেন সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল