Story of Lady Toto Driver: স্বামীর সঙ্গে ঘর করা হল না, হাল ধরতে টোটোই ভরসা সাখিনার!

Last Updated:

Story of Lady Toto Driver: মুর্শিদাবাদ জেলার ডোমকলের ভগীরথপুর এলাকার মেয়ে সাখিনা। দু-চোখে অনেক স্বপ্ন ছিল, স্বামী, সন্তান নিয়ে সংসার করবেন তিনি আজীবন। কিন্তু ভাগ্যের পরিহাস অন্য।

+
টোটো

টোটো চালাচ্ছেন সাখিনা

মুর্শিদাবাদ: আর পাঁচ জন মহিলার মতোই, ঘরের কাজ সামলানো থেকে শুরু করে অন্যান্য সব কাজই করে থাকেন সাখিনা। ঝড় জল উপেক্ষা করে টোটো বোঝাই করে এদিক ওদিক পৌঁছে দেন যাত্রীদের। এ দিকে, গরিবের সংসার। নুন আনতে পান্তা ফুরোয়।
মুর্শিদাবাদ জেলার ডোমকলের ভগীরথপুর এলাকার মেয়ে সাখিনা। দু-চোখে অনেক স্বপ্ন ছিল স্বামী সন্তান নিয়ে সংসার করবেন তিনি আজীবন। কিন্তু ভাগ্যের পরিহাস অন্য। স্বামী তো হল; কিন্তু স্বামীকে আর ভালবাসার বাঁধনে বেঁধে রাখতে পারলেন না সাখিনা। স্বামীর ঘর থেকে চলে এসে নিজেই এখন টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন সাখিনা। একদিন বাবা-মাও ছেড়ে চলে যায়।
advertisement
advertisement
তার পর থেকেই নিজের দিদি আর মেয়ে-জামাইকে নিয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছিল সাখিনার। সাখিনাই পরিবারের একমাত্র অবলম্বন। একমাত্র রোজগেরে তিনিই। এই পরিস্থিতিতে সাখিনার পাশে দাঁড়ানোর কেউ ছিল না। বুক ভরা যন্ত্রণা আর দু-চোখে অশ্রু নিয়ে গ্রহণ করে ঋণ।
advertisement
সেই সঙ্গে সোনার গয়না বন্ধক দিয়ে একটা টোটো ক্রয় করেছিলেন সাখিনা। পরে নতুন করে শুরু করেন দিনযাপন। সৎ পথে রোজগারের জন্য ৩৫ বছর বয়সি সাখিনার টোটোর হ্যান্ডেলে হাত আর তাতেই কুর্নিশ জানিয়েছেন এলাকার বুদ্ধিজীবী থেকে বিশিষ্ট জনেরা।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Story of Lady Toto Driver: স্বামীর সঙ্গে ঘর করা হল না, হাল ধরতে টোটোই ভরসা সাখিনার!
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement