Story of Lady Toto Driver: স্বামীর সঙ্গে ঘর করা হল না, হাল ধরতে টোটোই ভরসা সাখিনার!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Story of Lady Toto Driver: মুর্শিদাবাদ জেলার ডোমকলের ভগীরথপুর এলাকার মেয়ে সাখিনা। দু-চোখে অনেক স্বপ্ন ছিল, স্বামী, সন্তান নিয়ে সংসার করবেন তিনি আজীবন। কিন্তু ভাগ্যের পরিহাস অন্য।
মুর্শিদাবাদ: আর পাঁচ জন মহিলার মতোই, ঘরের কাজ সামলানো থেকে শুরু করে অন্যান্য সব কাজই করে থাকেন সাখিনা। ঝড় জল উপেক্ষা করে টোটো বোঝাই করে এদিক ওদিক পৌঁছে দেন যাত্রীদের। এ দিকে, গরিবের সংসার। নুন আনতে পান্তা ফুরোয়।
মুর্শিদাবাদ জেলার ডোমকলের ভগীরথপুর এলাকার মেয়ে সাখিনা। দু-চোখে অনেক স্বপ্ন ছিল স্বামী সন্তান নিয়ে সংসার করবেন তিনি আজীবন। কিন্তু ভাগ্যের পরিহাস অন্য। স্বামী তো হল; কিন্তু স্বামীকে আর ভালবাসার বাঁধনে বেঁধে রাখতে পারলেন না সাখিনা। স্বামীর ঘর থেকে চলে এসে নিজেই এখন টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন সাখিনা। একদিন বাবা-মাও ছেড়ে চলে যায়।
advertisement
advertisement
তার পর থেকেই নিজের দিদি আর মেয়ে-জামাইকে নিয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছিল সাখিনার। সাখিনাই পরিবারের একমাত্র অবলম্বন। একমাত্র রোজগেরে তিনিই। এই পরিস্থিতিতে সাখিনার পাশে দাঁড়ানোর কেউ ছিল না। বুক ভরা যন্ত্রণা আর দু-চোখে অশ্রু নিয়ে গ্রহণ করে ঋণ।
advertisement
সেই সঙ্গে সোনার গয়না বন্ধক দিয়ে একটা টোটো ক্রয় করেছিলেন সাখিনা। পরে নতুন করে শুরু করেন দিনযাপন। সৎ পথে রোজগারের জন্য ৩৫ বছর বয়সি সাখিনার টোটোর হ্যান্ডেলে হাত আর তাতেই কুর্নিশ জানিয়েছেন এলাকার বুদ্ধিজীবী থেকে বিশিষ্ট জনেরা।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2024 2:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Story of Lady Toto Driver: স্বামীর সঙ্গে ঘর করা হল না, হাল ধরতে টোটোই ভরসা সাখিনার!