আরও পড়ুন: শিব্রাম চক্রবর্তী নিয়মিত পাঠক ছিলেন, সেই গ্রন্থাগারে এ কী ঘটল! ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা
জানা গিয়েছে, তেলিপাড়ার বাসিন্দা বিমল হালদার পেশায় মাছ ব্যবসায়ী। বৃহস্পতিবার তাঁর একমাত্র ছেলের বিয়ে। আয়োজনে কোনও ত্রুটি ছিল না। যথারীতি স্বর্নালঙ্কার এনে রাখা হয়েছিল বাড়িতে। বিয়ের খরচের জন্য নগদ অর্থও রাখা ছিল। কেউ ভাবতেও পারেননি যে এইসব জিনিস চুরি হয়ে যাবে। আকস্মিক এই ঘটনায় মাথায় হাত পড়েছে পরিবারটির।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ছেলের বিয়ের আগের দিন বাড়িতে চুরির ঘটনা প্রসঙ্গে মাছ ব্যবসায়ী বিমলবাবু জানান, বাড়িতে কেউ ছিল না। আমি আর আমার স্ত্রী দু’জনেই কাজে গিয়েছিলাম। ছেলেও বাড়িতে ছিল না। সেই ফাঁকেই বাড়িতে চোরের আসে। সর্বস্ব লুঠ হয়ে গিয়েছে। বিমলবাবুর স্ত্রী আন্না হালদার বলেন, বিয়ের আগের মূহুর্তে এমন ঘটনায় এখন কী করব বুঝে উঠতে পারছি না। প্রায় এক মাস আগেও ওই এলাকায় চুরির ঘটনা ঘটেছিল। ফের এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
অনির্বাণ রায়