জলপাইগুড়িতে একের পর এক চুরির ঘটনায় রাতের ঘুম উড়েছে ব্যবসায়ীদের। শহর ও শহরের পার্শ্ববর্তী গ্রামাঞ্চলেও এখন চুরির ঘটনা ঘটছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
আরও পড়ুন- জলযন্ত্রণা কমাতে বড় পদক্ষেপ নবান্নের! বর্ষায় কী কী মেনে চলতে হবে পুরসভাকে?
জানা গিয়েছে, চুরি যাওয়া দুটি দোকানের মধ্যে একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকান রয়েছে। সেখান থেকে মোবাইল, ল্যাপটপ, এসএলআর ক্যামেরা ও নগদ টাকা খোয়া গিয়েছে। এছাড়া একটি উপহার সামগ্রীর দোকানে চুরি হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, জলপাইগুড়ির গোশালা মোড় থেকে ডেঙ্গুয়াঝাড় রেললাইন পর্যন্ত রাস্তার পথবাতি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে। এর ফলে অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা দুটো দোকানের লুঠপাট চালিয়েছে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2024 2:50 PM IST