ভারতী ভবন সাধারণ পাঠাগার শুধু যে শিব্রাম চক্রবর্তীর স্মৃতি বিজড়িত তাই নয়, এখানে আছে বহু প্রাচীন পুঁথি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বহু পুরনো বই নষ্ট হয়ে গিয়েছে। গোটা ঘটনায় প্রবল ক্ষুব্ধ স্থানীয়রা। সম্প্রতি এই গ্রন্থাগারে চুরি হয়েছে। বইয়ের একাধিক আলমারি লন্ডভন্ড হয়ে পড়েছিল। গ্রন্থাগারের দুইটি কম্পিউটার নিয়ে উধাও হয়েছে চোরের দল। কিছু প্রাচীন পুঁথিও চুরি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা।
advertisement
আরও পড়ুন: চা বাগানে কাজ করতে গিয়ে চমকে উঠলেন শ্রমিকরা, গাছের ঝোপের আড়ালে ওটা কী!
মালদহের চাঁচল-১ ব্লকের শতবর্ষ প্রাচীন কলিগ্রামের ভারতী ভবন সাধারণ পাঠাগার বই প্রেমীদের অন্যতম পিঠস্থান। সেই তার এমন বেহাল অবস্থা প্রসঙ্গে এলাকার প্রবীণ বাসিন্দা মোহিতলাল চৌধুরী বলেন, জরাজীর্ণ অবস্থা এই গ্রন্থাগারের। অনেক মূল্যবান বই চুরি গিয়েছে। দুটি কম্পিউটারও চুরি হয়ে গেল। পড়ে পড়ে নষ্ট হচ্ছে বই, দেখভাল করার লোকজন নেই। সরকারের কাছে বহুবার আমরা আবেদন জানিয়েছি, কিন্তু তারপরও কোনরকম উদ্যোগ নেওয়া হয়নি।
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
গ্রন্থাগার বন্ধ থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে জানালার শিক কেটে চুরি হয়েছে। শুধু তাই নয়, রস সাহিত্যিক শিব্রাম চক্রবর্তীর মুরলী পত্রিকার পুঁথি ও পান্ডুলপি চুরি যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসীরা। ব্যাপক ক্ষুব্ধ এলাকার বইপ্রেমীরা। গত দু’বছর ধরে এই গ্রন্থাগার নিয়মিত খোলে না। বর্তমানে সেখানে তালা ঝুলছে। দীর্ঘ দুই বছর ধরে নিয়মিতভাবে খোলে না গ্রন্থাগার। সপ্তাহে শুধু মঙ্গলবার গ্রন্থাগারের এক চতুর্থ শ্রেণির কর্মী এসে কিছুক্ষণের জন্য খোলেন। এই গ্রন্থাগারের দ্রুত হাল না ফিরলে এখানকার সমস্ত বই ও মূল্যবান পুঁথি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে বলে এলাকার মানুষের আশঙ্কা।
হরষিত সিংহ