নতুন বছরে শীতের মরশুমে পাহাড়ি ছোট্ট গ্রাম কার্শিয়াংয়ে এই জায়গার ঐতিহ্য বজায় রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে হোয়াইট অর্কিড ফেস্টিভ্যাল। এখানে গেলেই মিলে যাবে স্থানীয় বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে নেপালি ভাষায় বিভিন্ন ব্যান্ডের দুর্দান্ত গানের মজা। স্থানীয়দের হাতে তৈরি বিভিন্ন হ্যান্ডক্রাফটের জিনিস থেকে শুরু করে নেপালি জনজাতির বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার বিশেষ করে সেল রুটি, মোমো ,থুকপা-সহ বিভিন্ন জনজাতির ঐতিহ্যকে তুলে ধরা হয় এখানে।
advertisement
কনকনে শীতের আমেজে নাচে গানে আড্ডায় মেতে ওঠে পাহাড়ি ছোট্ট গ্রাম কার্শিয়াং। বিভিন্ন রক ব্যান্ডের দুর্দান্ত সব গান মনমুগ্ধ করে সকলের। আট থেকে ৮০ গানের তালে তাল মিলিয়ে পাহাড়ের কোলে দেদার আনন্দ। এই প্রসঙ্গে অনুষ্ঠানের আয়োজক তথা স্থানীয় বাসিন্দা অভিষেক রাজগুপ্তা বলেন স্থানীয় প্রশাসনের উদ্যোগে সর্বপ্রথম কার্শিয়াংয়ে এই হোয়াইট অর্কিড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী ২৬ তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এই ফেস্টিভালে আসলেই পাহাড়ের বিভিন্ন জনজাতির ঐতিহ্য থেকে শুরু করে স্থানীয়দের হাতের তৈরি লোকাল খাবার সঙ্গে তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস থেকে শুরু করে বিভিন্ন গুনি শিল্পীদের গলায় গান শোনার মজা সমস্তটাই মিলে যাবে এখানে।
তাহলে আর দেরি কিসের! পাহাড়ের কোলে চুটিয়ে আনন্দ করতে হলে একবার যেতেই হবে কার্শিয়াং এর এই হোয়াইট অর্কিড ফেস্টিভ্যালে। শিলিগুড়ি শহর থেকে মাত্র ৪৭ কিলোমিটার দূরে ছোট্ট হিল স্টেশন কার্শিয়াংয়ের মন্টেভেট গ্রাউন্ডে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। কনকনে শীতের আমেজে নাচ-গান-আড্ডার পাশাপাশি লোকাল খাওয়ার মজা নিতে হলে চটজলদি ঘুরে আসুন এই হোয়াইট অর্কিড ফেস্টিভাল থেকে মন ভালো হয়ে যাবে।
সুজয় ঘোষ