TRENDING:

Darjeeling News: নাচে-গানে-আড্ডায় জমজমাট কার্শিয়াংয়ের হোয়াইট অর্কিড ফেস্টিভ্যালে! কী কী আকর্ষণ, জেনে নিন

Last Updated:

Darjeeling News: নতুন বছরে শীতের মরশুমে পাহাড়ি ছোট্ট গ্রাম কার্শিয়াংয়ে  এই জায়গার ঐতিহ্য বজায় রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে হোয়াইট অর্কিড ফেস্টিভ্যাল। এখানে গেলেই মিলে যাবে স্থানীয় বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে নেপালি ভাষায় বিভিন্ন ব্যান্ডের দুর্দান্ত গানের মজা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: শৈলরানী দার্জিলিংয়ের একটি ছোট্ট হিল স্টেশন কার্শিয়াং। সামান্য জনবসতি নিয়ে তৈরি পাহাড়ের কোলে অপরূপ সুন্দর এই গ্রাম অনেকের কাছে এই গ্রাম মেঘের দেশ হিসাবেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৮৬৪ ফুট উচ্চতায় অবস্থিত এই হিল স্টেশন। তবে জানেন কি এই জায়গাটির প্রকৃত নাম ছিল খারসাং যার অর্থ লেপচা ভাষায় ‘হোয়াইট অর্কিডের ভূমি’। কিন্তু সময়ের সঙ্গে এটি পরিবর্তিত হয় এবং বর্তমানে এই শহরটি এখন কার্শিয়াং নামে পরিচিত।
advertisement

নতুন বছরে শীতের মরশুমে পাহাড়ি ছোট্ট গ্রাম কার্শিয়াংয়ে  এই জায়গার ঐতিহ্য বজায় রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে হোয়াইট অর্কিড ফেস্টিভ্যাল। এখানে গেলেই মিলে যাবে স্থানীয় বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে নেপালি ভাষায় বিভিন্ন ব্যান্ডের দুর্দান্ত গানের মজা। স্থানীয়দের হাতে তৈরি বিভিন্ন হ্যান্ডক্রাফটের জিনিস থেকে শুরু করে নেপালি জনজাতির বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার বিশেষ করে সেল রুটি, মোমো ,থুকপা-সহ বিভিন্ন জনজাতির ঐতিহ্যকে তুলে ধরা হয় এখানে।

advertisement

কনকনে শীতের আমেজে নাচে গানে আড্ডায় মেতে ওঠে পাহাড়ি ছোট্ট গ্রাম কার্শিয়াং। বিভিন্ন রক ব্যান্ডের দুর্দান্ত সব গান মনমুগ্ধ করে সকলের। আট থেকে ৮০ গানের তালে তাল মিলিয়ে পাহাড়ের কোলে দেদার আনন্দ। এই প্রসঙ্গে অনুষ্ঠানের আয়োজক তথা স্থানীয় বাসিন্দা অভিষেক রাজগুপ্তা বলেন স্থানীয় প্রশাসনের উদ্যোগে সর্বপ্রথম কার্শিয়াংয়ে এই হোয়াইট অর্কিড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী ২৬ তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এই ফেস্টিভালে আসলেই পাহাড়ের বিভিন্ন জনজাতির ঐতিহ্য থেকে শুরু করে স্থানীয়দের হাতের তৈরি লোকাল খাবার সঙ্গে তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস থেকে শুরু করে বিভিন্ন গুনি শিল্পীদের গলায় গান শোনার মজা সমস্তটাই মিলে যাবে এখানে।

advertisement

View More

তাহলে আর দেরি কিসের! পাহাড়ের কোলে চুটিয়ে আনন্দ করতে হলে একবার যেতেই হবে কার্শিয়াং এর এই হোয়াইট অর্কিড ফেস্টিভ্যালে। শিলিগুড়ি শহর থেকে মাত্র ৪৭ কিলোমিটার দূরে ছোট্ট হিল স্টেশন কার্শিয়াংয়ের মন্টেভেট গ্রাউন্ডে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। কনকনে শীতের আমেজে নাচ-গান-আড্ডার পাশাপাশি লোকাল খাওয়ার মজা নিতে হলে চটজলদি ঘুরে আসুন এই হোয়াইট অর্কিড ফেস্টিভাল থেকে মন ভালো হয়ে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: নাচে-গানে-আড্ডায় জমজমাট কার্শিয়াংয়ের হোয়াইট অর্কিড ফেস্টিভ্যালে! কী কী আকর্ষণ, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল