প্রিমিয়াম চায়ের কথা বলতে গেলে, ফার্স্ট ফ্লাশ দার্জিলিং টি তার নিজস্ব স্বাদ এবং অন্যান্য গুণগত মানের জন্য বিশ্ব বিখ্যাত। এই দার্জিলিং টি চায়ের শ্যাম্পেন নামেও পরিচিত, ফার্স্ট ফ্লাশ দার্জিলিং চা বিশ্বের অন্যতম জনপ্রিয় চা। এটি বসন্তের শুরুতে, সাধারণত ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের শুরুতে সংগ্রহ করা হয় এবং তার সূক্ষ্ম স্বাদ, ফুলের সুবাস এবং হালকা রঙের জন্য পরিচিত। ‘ফ্লাশ’ শব্দটি সেই সময়কালকে বোঝায় যখন চা পাতা সংগ্রহ করা হয় এবং ফার্স্ট ফ্লাশ দার্জিলিং চা মরসুমের প্রথম ফসল।
advertisement
আরও পড়ুনঃ ২ টাকা খরচ! ১ মিনিটের টোটকায় ঝাঁ চকচকে রান্নাঘর, বাথরুমের জলের কল…! রুপোর মতো চমকাবে দিনের পর দিন
বছরের প্রথমের এই ফাস্ট ও সেকেন্ড ফ্লাশের চা পাতারই চাহিদা সবথেকে বেশি থাকে বাজারে। কারণ এই দুই ফ্লাসের চা পাতার স্বাদ ও গন্ধ সব থেকে আলাদা। এ প্রসঙ্গে মাকাইবাড়ি চা বাগানের চা বিশেষজ্ঞ লাল্টু পুরকাইত বলেন, দার্জিলিং চা হল বিশ্বের সেরা চা। এই চা খেতে দুধ বা চিনির প্রয়োজন নেই। হালকা গরম জলই যথেষ্ট। যার মধ্যে ফার্স্ট ফ্লাশের চায়ের স্বাদ হয়ে থাকে ফুলের মতো মিষ্টি পিচ ফলের স্বাদ। একবার খেলেই মন ভরে যাবে।
এই ফার্স্ট ফ্লাশ চায়ের স্বাদ যেন চা-প্রেমীদের কাছে অমৃত। নিজস্ব গুণ এবং স্বাদের জন্যই দার্জিলিং চা বিশ্বের দরবারে সেরা স্থানে নিজের জায়গা করে নিয়েছে। এই চায়ের স্বাদ সব সময় বিশুদ্ধ রূপে থাকে এবং এই চা পান করতে গরম জলই যথেষ্ট। দার্জিলিং চায়ের নিজস্ব কিছু বিশেষত্ব রয়েছে বলেই এই চা বিশ্বসেরা। পাহাড়ের ঢালে এই চা বাগান শুধু দেখতেই নয় এর স্বাদ উপভোগ করতে দেশ-বিদেশ থেকে ছুটে আসে পর্যটকেরা।
সুজয় ঘোষ