এবিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, “বালুরঘাট, হিলি, বাদামাইল, তিওড় সহ বিভিন্ন জায়গায় জাতীয় সড়কে জল নিকাশি ব্যবস্থা করতে ১৩ কোটি ৫৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ওই সমস্ত এলাকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সমস্যার কথা জানালে বিষয়টি নিয়ে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট দফতরে জানানো হয়। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার জন্য মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট দফতরের মন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো হয়েছে।”
advertisement
আরও পড়ুন: বেড়াতে যাওয়ার কথা ভাবছেন নাকি? আর তিনদিনেই বর্ষা ঢুকছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়…
বালুরঘাট থেকে হিলি পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এই রাস্তা বছর চারেক আগে কেন্দ্রীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ের তকমা পায়। তারপর থেকেই এই জাতীয় সড়কের একের পর এক উন্নয়নের কাজ চলছে। কিন্তু জাতীয় সড়কের পাশে কোন জল নিকাশি ব্যবস্থা না থাকায় মাঝে মাঝেই রাস্তার রক্ষণাবেক্ষণে সমস্যা হয়।
আরও পড়ুন: সংস্কারের অভাবে বেহাল অবস্থায় মালদহের বেহুলা নদী
এবার সেই সমস্যার সমাধানে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের অনুরোধে ন্যাশনাল হাইওয়ে ১৩ কোটি ৫৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে। আর এতেই খুশি স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী মহল। দ্রুত ওই কাজ শুরু হলে ওই সমস্ত এলাকার জল নিকাশি ব্যবস্থার সমাধান হবে। এর ফলে উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষ।