Rain in North Bengal: বেড়াতে যাওয়ার কথা ভাবছেন নাকি? আর তিনদিনেই বর্ষা ঢুকছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়... চরম দুর্যোগের অশনি সঙ্কেত
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।
আগামী তিন দিনের মধ্যে বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরও কিছুটা এগিয়ে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। অসম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আওতায়। আগামী তিন দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
advertisement
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তরবঙ্গ উপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে নিম্নচাপে। মঙ্গলবার নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এর প্রভাবে আগামী কয়েক দিন প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। সপ্তাহ জুড়ে বাংলায় বৃষ্টি। বৃহস্পতি শুক্রবারে অতি ভারী বৃষ্টি বা প্রবল বর্ষণের আশঙ্কা। (AI Image)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বৃহস্পতিবার ঝড়ের সম্ভাবনা একটু কমবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পাঁচ জেলাতে। তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। শুক্র-শনিবারেও বৃষ্টির সম্ভাবনা বেশি হবে দক্ষিণবঙ্গে। সব জেলাতেই মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা।
advertisement