বহুদিন থেকে ম্যালের উপরে এই মার্কেট থাকলেও বর্তমানে পর্যটকদের সুবিধার্থে সেই মল মার্কেটটি সরিয়ে দেওয়া হয়েছে। সেই অর্থে শৈলশহরে এসে বারে বারেই খোঁজ পড়ে এই মল মার্কেটের । তবে জেনে রাখা ভাল বহু প্রাচীন ঐতিহ্যবাহী মল মার্কেট কোথাও উধাও হয়ে যায়নি শুধুমাত্র জায়গা পরিবর্তন হয়েছে।
advertisement
শৈল শহরের মল রোডের কাছেই বিশাল একটি ক্লক টাওয়ার রয়েছে যা অনেকে ক্যাপিটাল বলেও চেনে বর্তমানে সেই ক্লক টাওয়ারের নিচেই স্থানান্তরিত হয়েছে এই মল মার্কেট। এখানে আসলেই দেখা যায় স্থানীয়রা সারি সারি দোকান নিয়ে বসে রয়েছে।
এই প্রসঙ্গে স্থানীয় এক দোকানদার কেসং ভুটিয়া বলেন বর্তমানে জায়গা পরিবর্তন হওয়ায় অনেক পর্যটক এই জায়গা সম্পর্কে জানেনা, অনেকে আবার স্থানীয়দের কাছে শুনতে শুনতে হাজির হয় এই মল মার্কেটে।
বর্তমানে দার্জিলিংয়ের ক্যাপিটাল অর্থাৎ ক্লক টাওয়ার এর নিচেই রয়েছে এই মল মার্কেট। আপনিও যদি শীতের মরশুমে দার্জিলিং গিয়ে থাকেন তাহলে মলে গিয়ে মল মার্কেট দেখতে না পেয়ে চিন্তার কোন কারণ নেই কারণ শহরের প্রাণকেন্দ্র মল রোডের কাছেই ক্লক টাওয়ারের নিচে রয়েছে ঐতিহ্যবাহী সেই মল মার্কেট।
সুজয় ঘোষ