পাহাড়ের ছেলেমেয়েদের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে তবে সময় বা সঠিক মঞ্চ না থাকায় তা সামনে উঠে আসছে না সেই অর্থেই জিটিএর এই উদ্যোগ সারা ফেলেছে পাহাড়বাসীর মনে। বর্তমানে শুধু গান থাকলেও আগামী দিনে নাচ সহ আরো বিভিন্ন জিনিস এই জিটিএ আইডলের আওতায় আনা হবে। ইতিমধ্যেই জিটিএ বেল্টের বিভিন্ন জায়গায় অডিশন পর্ব শুরু হয়ে গিয়েছে। এই অডিশন পর্ব শেষের পরেই চলবে সিলেকশন রাউন্ড তারপরেই গ্র্যান্ড ফিনালে।
advertisement
আরও পড়ুন: শীতের শেষে হু হু করে কমছে পারদ, সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা পাহাড়ে!
এই প্রসঙ্গে জি টি এ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক এসপি শর্মা জানান পাহাড়ের বুকে প্রচুর প্রতিভা লুকিয়ে আছে তা তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। সাধারণত নেপালি গানের তেমন কোন মঞ্চ নেই বেশিরভাগ সময় নেপালে গিয়ে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। সাধারণত নেপালি ভাষা বাকি সব ভাষা থেকে একটু আলাদা সেই অর্থে পাহাড়ের যুবক যুবতীদের একটি ইচ্ছে ছিল এই নেপালি ভাষায় একটি মঞ্চ হোক সেই অর্থেই এই মঞ্চ হলে অনেকটাই সুবিধে হবে পাহাড়ের যুবক-যুবতীদের জন্য। পাহাড়ের ৪৫ টি সমষ্টিতে এই অডিশন রাউন্ড চলছে, ইতিমধ্যেই ব্যাপক সাড়া মিলেছে।
আরও পড়ুন: শিয়রে মাধ্যমিক, ঠিক ক’টায় ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে? শেষমুহূর্তে জেনে নিন নিয়ম
নেপালি গানের সুরে পাহাড়ের যুবক-যুবতীদের গানে মেতে উঠবে জিটিএ আইডলের মঞ্চ। সর্বপ্রথম গরুবাথানে এই অডিশন রাউন্ড শুরু হয় এরপর মিরিক সিটং সহ জিটিএ-র মোট ৪৫টি সমষ্টিতে এই অডিশন রাউন্ড চলবে।সব মিলিয়ে জি টিএ-র এই উদ্যোগে খুশি গোটা পাহাড়।
সুজয় ঘোষ





