সূত্রের খবর, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে স্থানীয় এক ব্যক্তি এই খাঁড়িতে ডুবে মারা যান কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি প্রশাসনের। বারংবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক এমনকি নেতা মন্ত্রীদের জানানো হয়েছে। তবুও কেউ কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি।
আরও পড়ুন: মহেশতলার নার্সের রহস্যমৃত্যুতে নয়া মোড়, স্বামীই কি ছক কষে খুন করল স্ত্রী শিল্পীকে?
advertisement
দীর্ঘদিন ধরে এই গ্রামের মানুষরা গঙ্গারামপুরের শিববাড়ি হাটে প্রতিদিন যাতায়াত করেন। এই যাতায়াতের পথে এই একটি ছোট খাঁড়ি পড়ে। এই খাঁড়িতেই প্রতিবছর বর্ষার সময় এবং বর্ষার পরবর্তী সময়েও জল থাকে। কিন্তু যাতায়াতের অন্য ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই গ্রামবাসীদের সাঁতার কেটে পার হতে হয় সেই খাঁড়ি দিয়েই।
আরও পড়ুন: টোটো উঠে যাচ্ছে পাহাড়ে! ভাইরাল ভিডিও দেখে সবাই অবাক, এ কী কাণ্ড!
ফলস্বরূপ সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে। তাই শেষ পর্যন্ত এ দুর্ভোগের স্থায়ী সমাধান হিসেবে গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই খাঁড়ির উপর একটি ব্রিজ বা সাঁকো নির্মানের দাবি নিয়ে এদিন সরাসরি জেলাশাসকের দফতরে উপস্থিত হয়েছেন নিজেদের দাবি আদায়ের জন্য। তাদের দাবি পূরণ না হলে আগামীদিনে বড়সড়ো আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের। স্থানীয় গ্রামবাসীদের সমস্যার বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক বিজিন কৃষ্ণা।




