Toto At Darjeeling : টোটো উঠে যাচ্ছে পাহাড়ে! ভাইরাল ভিডিও দেখে সবাই অবাক, এ কী কাণ্ড!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Toto at Kalimpong- শহরের গলি আর সমতলের রাস্তায় যাকে সবাই চেনে, সেই ব্যাটারিচালিত টোটো এবার উঠে গেছে পাহাড় চূড়ায়! যে পথে চার চাকার গাড়ি হিমশিম খায়, সেই রাস্তায় এক যাত্রীকে নিয়ে দিব্যি চলছে ছোট্ট টোটো।
দার্জিলিং : পাহাড়ি রাস্তা, তার ওপর আঁকাবাঁকা আর উঁচু-নিচু খাড়া পথ — এমন পথে সাধারণত বড় গাড়ি বা চার চাকার জিপ ছাড়া ভাবাই যায় না। সেসব গাড়িকেও কত সময় থমকে যেতে হয়, পাহাড়ি ঢাল আর বাঁক তাদেরও বশ মানে না। অথচ সেই পথেই এবার দেখা গেল এক অদ্ভুত দৃশ্য! কার্শিয়াং-এর রংটং-এর কাছে পাহাড়ি রাস্তায় নির্দ্বিধায় ছুটছে একটি টোটো!
হ্যাঁ, ঠিকই পড়ছেন। শহরের গলি আর সমতলের রাস্তায় যাকে সবাই চেনে, সেই ব্যাটারিচালিত টোটো এবার উঠে গেছে পাহাড় চূড়ায়! যে পথে চার চাকার গাড়ি হিমশিম খায়, সেই রাস্তায় এক যাত্রীকে নিয়ে দিব্যি চলছে ছোট্ট টোটো।
শুধু তাই নয়, মাঝে পড়েছে টয় ট্রেনের রেললাইনও! সেই রেললাইন পার করেও টোটো এগিয়ে গেছে, যেন পাহাড়ের ঢালই তার নতুন গলি!
advertisement
advertisement
এই দৃশ্য ফ্রেমবন্দি করেছেন পথচারীরা। কেউ ভিডিও তুলেছেন, কেউ ছবি। আর সেই ছবিই এখন ভাইরাল নেট দুনিয়ায়। হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম — সবখানে এখন ঘুরছে সেই ‘পাহাড়ি টোটো’র ভিডিও।
আরও পড়ুন- ভুটানের পাহাড় দেখতে যাওয়ার আগে সতর্ক…! রাস্তায় রোজ রোজ দাঁড়িয়ে মূর্তিমান বিপদ
ভিডিও দেখে কেউ হেসে ফেলেছেন। বলছেন, “তেলের দাম আর কী! এবার থেকে পাহাড়ে ঘুরতে গেলে টোটোই ভরসা!” কেউ আবার ঠাট্টা করছেন, “এই টোটোচালককে নোবেল দেওয়া উচিত!” আবার কেউ কেউ চিন্তায় পড়েছেন, “কোন সাহসে ওটাকে পাহাড়ে চালাচ্ছে!”
advertisement
কিন্তু প্রশ্ন একটাই — কে সেই চালক? কে সেই যাত্রী? কার সাহসে এই অভিযানে নেমেছিল টোটো? এসবের উত্তর মেলেনি এখনও। শুধু ভাইরাল ভিডিও আর অবাক চোখে দেখা সেই পাহাড়ি রাস্তার নিস্তব্ধতা ভেঙে চলা ই-টোটো — যা এই মুহূর্তে সবার আলোচনার কেন্দ্রে।
ঋত্বিক ভট্টাচার্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 07, 2025 7:24 PM IST