স্কুল সূত্রে খবর, কুমারগঞ্জের ফকিরগঞ্জ জুনিইর হাইস্কুল, শাহজাদপুর জুনিয়র হাইস্কুল, বিষনগর জুনিয়র হাইস্কুল, ঝাড়া জুনিয়র হাইস্কুল-সহ আরও বেশ কিছু স্কুল রয়েছে, সেগুলি দীর্ঘ প্রায় পাঁচ বছর ও তার বেশি সময়কালে বন্ধ হয়ে গিয়েছে। ফলে ওই স্কুলগুলি দিন দিন এখন সমাজবিরোধীদের হাতে চলে যাচ্ছে। যা নিয়ে স্থানীয়রা পুলিশ প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।
advertisement
এবিষয়ে ফকিরগঞ্জ জুনিইর হাইস্কুল সংলগ্ন এলাকায় এক বাসিন্দা সুনিরাম কিস্কু বলেন, ‘এই স্কুল প্রায় চার বছর ধরে বন্ধ হয়ে পড়েছে। ওই স্কুলে আর ক্লাস হয়না। ছাত্ররা অন্য স্কুলে চলে গিয়েছে। কিন্তু স্কুলের বিল্ডিংগুলিতে জঙ্গল বাড়ছে। রাত হলেই সমাজবিরোধীরা আড্ডা মারে। নেশার আসর বসে। ফলে সন্ধে হলেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মহিলারা। এই স্কুলগুলি পুলিশ প্রশাসনের কেউই নজর রাখেনা আর। ফলে নানা ধরনের উপদ্রব বাড়ছে।’
স্থানীয়দের অভিযোগ, কুমারগঞ্জ ব্লকের প্রায় ১০-১১ টি জুনিয়র হাইস্কুল ছিল। ওই স্কুলগুলিতে একসময় অনেক ছাত্রছাত্রী ছিল। তবে, বেশিরভাগ স্কুলেই শিক্ষকের অভাব দেখা দিয়েছিল। ফলে ওই স্কুলগুলি থেকে ছাত্রদের সরিয়ে অন্যত্র পাঠানো হয়েছে। কোথাও আবার ছাত্র ছাত্রীর অভাবে বন্ধ হয়েছে স্কুল। ওই স্কুলগুলিতে তালা বন্দি থাকলেও কোথাও কোথাও বিল্ডিং এর ভেতরে ঢুকে যাচ্ছে সমাজ বিরোধীরা। ওই জায়গাগুলিতে নেশার আসর চলছে। সন্ধ্যে হলেই চলছে অসামাজিক কাজকর্ম বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত স্কুলের জায়গা বেদখল হওয়ার হাত থেকে বাঁচাক প্রশাসন। পরিষ্কার পরিচ্ছন্নতা ফিরিয়ে আনুক এলাকার। কারণ ভাঙাচোরা এই ঘরে সমাজবিরোধী ও নেশাখোরদের যাতায়াত বাড়ছে প্রতিনিয়ত। অবিলম্বে এই বিষয় নিয়ে পদক্ষেপ নেওয়া উচিৎ।





