TRENDING:

Malda News: বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনের মাঝেই সুখবর মালদহে! গৌড়বঙ্গের ৩ জেলার ব্যবসায়ী, শিল্পপতিদের জন্য চালু বিশেষ পরিষেবা

Last Updated:

আর হয়রানি হতে হবে না গৌড়বঙ্গের জেলাগুলির ব্যবসায়ী থেকে শিল্পপতিদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: দমকল সার্টিফিকেটের জন্য আর হয়রানি হতে হবে না গৌড়বঙ্গের জেলাগুলির ব্যবসায়ী থেকে শিল্পপতিদের। এবার থেকে খুব সহজেই মালদহ থেকেই মিলবে এই সার্টিফিকেট। এতদিন গৌড়বঙ্গের জেলাগুলির ব্যবসায়ীদের এই সার্টিফিকেটের আবেদন করতে শিলিগুড়ি ছুটতে হত। কারণ এতদিন মালদহ দমকল দফতর থেকে দুইতলা বিশিষ্ট ভবনের জন্যই অনুমোদন দেওয়া হত। এর বেশি ভবন তৈরি করলে ব্যবসায়ীদের শিলিগুড়ি দমকল দফতরে ছুটতে হত। আবেদন করার পর সেখানেই টেকনিক্যাল এক্সপার্ট কমিটির বৈঠক হত।
advertisement

দীর্ঘদিন ধরে মালদহ তথা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার ব্যবসায়ীদের দাবি ছিল এই টেকনিক্যাল এক্সপার্ট কমিটির বৈঠক মালদহে করার জন্য। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবার থেকে প্রতিমাসে দুইবার করে মালদহে টেকনিক্যাল এক্সপার্ট কমিটির বৈঠক হবে। দমকল দফতরে এই বৈঠক নিয়মিত হওয়ায় অনেকটাই সুবিধা হবে শিল্পক্ষেত্রে। মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন, “আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হল। এতদিন দুইতলা ভবনের জন্য দমকলের সার্টিফিকেট মিলত মালদহে। এবার থেকে এই সমস্যা থাকল না। ছয়তলা বা তার বেশি ভবনের সার্টিফিকেট এবার এখানেই মিলবে।”

advertisement

আরও পড়ুন: গাড়িতে হচ্ছে না, এবার পুলিশ ঘুরবে বাই-সাইকেলে! থানায় থানায় এবার নয়া উদ্যোগ মালদহ পুলিশের

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

মালদহ তথা গৌড়বঙ্গের বাকি দুই জেলার ব্যবসায়ী থেকে শিল্পপতিদের পাঁচতলা বা তার বেশি ভবন তৈরি করার ক্ষেত্রে দমকল সার্টিফিকেটের জন্য শিলিগুড়ি ছুটতে হবে না। এছাড়াও ব্যবসায়ী ক্ষেত্রে দমকলের সার্টিফিকেট এমনকি প্রশিক্ষণ নিতেও অনেকটাই সুবিধা হবে। কারণ এবার থেকে দমকল দফতরের উচ্চপদস্থ আধিকারিকেরা মালদহে এসেই দফতরের টেকনিক্যাল এক্সপার্ট কমিটির বৈঠক করবেন। সেই বৈঠকেই বহুতল বিশিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান ফায়ার সার্টিফিকেট প্রদান সহ বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। মালদহ দমকল দফতরে এমন পরিষেবা চালু হওয়ায় খুশি গৌড়বঙ্গের ব্যবসায়ী মহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনের মাঝেই সুখবর মালদহে! গৌড়বঙ্গের ৩ জেলার ব্যবসায়ী, শিল্পপতিদের জন্য চালু বিশেষ পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল