আরও পড়ুন: রামলালার প্রাণ প্রতিষ্ঠায় মুখে হাসি ফুল চাষিদের, বাংলার ফুলে সাজবে রাম মন্দির
আর্থিকভাবে দুর্বল স্কুলের পড়ুয়াদের সোয়েটার ও জুতো উপহার দিলেন শিক্ষিকারা। আলিপুরদুয়ার জংশনের শ্যামাপ্রসাদ বিদ্যা মন্দিরের শিক্ষিকারা নিজেদের বেতনের টাকা দিয়ে পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় আড়াইশো পড়ুয়াকে উলের সোয়েটার এবং জুতো উপহার দিলেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পড়া না পারলে যে শিক্ষিকারা এতদিন বকুনি দিত, যাদের একটি চাহনিতে শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যেত, সেই দিদিমনিরাই এদিন ছাত্রীদের কাছে ধরা দিলেন মমতাময়ী রূপে। স্কুলের প্রধান শিক্ষিকা শুক্লা সরকার বলেন, বেশ কিছুদিন ধরে আমারা লক্ষ্য করছিলাম কিছু ছাত্রী এই হাড়কাঁপানো শীতেও সাধারণ জামাকাপড় পড়েই স্কুলে আসছে ক্লাস করতে। তাদের জিজ্ঞেস করলে জানায়, শীত পোশাক নেই। ওদের এই পরিস্থিতি দেখে আমাদের খারাপ লাগে। খোঁজ নিয়ে জানা যায় বরুবাদের পরিবারের আর্থিক অবস্থা মোটেও ভালো নয়। এরপর শিক্ষিকারা নিজেদের বেতনের অর্থ দিয়ে ওই ছাত্রীদের জন্য উলের সোয়েটার এবং জুতো কিনে দেন। এই উপহার পেয়ে খুশি ছাত্রীরা।
অনন্যা দে