আরও পড়ুন: মহিলার কাণ্ড শুনলে পিলে চমকে উঠবে! ভোটের আগে বিরাট সাফল্য বিএসএফের
দার্জিলিং ঘুরতে এসে খানিকটা আক্ষেপ থেকে যাচ্ছে তাদের। কেননা চা বাগানের মাঝে রাত কাটানোর জায়গা নেই। যেগুলি রয়েছে সেখানে থাকতে গেলে প্রচুর টাকার দরকার। তাই পর্যটকরা চান লেবং-এর চা বাগানে টি ট্যুরিজম গড়ে উঠুক। নদিয়া থেকে দার্জিলিং ঘুরতে এসে মইনুল আহসান বলেন, চা বাগানের মাঝে রাত কাটানোর ইচ্ছে অনেকেরই থাকে। কিন্তু দার্জিলিঙে সে সুযোগ নেই। আমরা শহরের একটি হোটেলে রয়েছি। সেখান থেকে ঘুরতে এসেছি। তবে এখানে যদি চা বাগানের মাঝে একটি থাকার জায়গা হত। তাহলে কিন্তু ছুটি’টা জমিয়ে উপভোগ করতে পারতাম।
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর গরমের মধ্যেই বাইরে বের হতে হবে? আপনার জন্য থাকছে এই ব্যবস্থা
বাঁকুড়া থেকে পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিলেন শুভ্রতনু মন্ডল। তিনি বলেন, খুব স্বল্প সময়ের জন্য লেবং চা বাগানে এসেছি। দারুন উপভোগ করছি জায়গাটা। তবে এখানে চা বাগানের মাঝে যদি একটা থাকার জায়গা থাকত তাহলে দার্জিলিং শহরে না থেকে এখানেই থাকতাম। গরমের সময়ে এখন পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিন হাজার দুই হাজার পর্যটকদের আগমন হয় এই চা বাগানে। এই চা বাগানে এসে নেপালি বস্ত্র পড়ে ছবিও তোলেন বহু মানুষ । চা বাগানকে ঘিরে দারুন আনন্দে কাটান সকলেই। তবে চা বাগানের মাঝে থাকার জায়গার অভাব বোধ করছেন পর্যটকরা। এই চা বাগাকে কেন্দ্র করে টি ট্যুরিজম গড়ে উঠলে পর্যটনের মানচিত্রে আলাদা মাত্রা যেভাবে বলে মনে করছেন স্থানীয়রা।
অনির্বাণ রায়