TRENDING:

Tea Tourism: লেবং চা বাগান ঘিরে টি ট্যুরিজমের দাবি

Last Updated:

Tea Tourism: দার্জিলিং ঘুরতে এসে খানিকটা আক্ষেপ থেকে যাচ্ছে তাদের। কেননা চা বাগানের মাঝে রাত কাটানোর জায়গা নেই। যেগুলি রয়েছে সেখানে থাকতে গেলে প্রচুর টাকার দরকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: বেড়াতে গিয়ে ভিড় এড়িয়ে যারা একটু অন্যরকম জায়গায় থাকতে চান তাঁদের কাছে আদর্শ হতে পারে লেবং চা বাগান এলাকা। দার্জিলিঙের কাছেই রয়েছে এই অফবিট ঘোরার জায়গা। চা-বাগানের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে রাস্তা। গাড়ি চলে যায় একেবারে। চা-বাগানে মেঘের খেলা। লেবং-এর চা বাগানগুলি দেখলে মন ভাল হয়ে যায়। চারিদিকে কেবল চা বাগান আর জঙ্গল। একেবারে অন্যরকম একটা আবহাওয়া। দার্জিলিংয়ে ঘুরতে এলে সাইট সিনের জন্য অনেকেই লেবং চা-বাগান এলাকায় ঘুরতে আসেন। যদিও সবাই এখানে থাকেন না।
advertisement

আর‌ও পড়ুন: মহিলার কাণ্ড শুনলে পিলে চমকে উঠবে! ভোটের আগে বিরাট সাফল্য বিএসএফের

দার্জিলিং ঘুরতে এসে খানিকটা আক্ষেপ থেকে যাচ্ছে তাদের। কেননা চা বাগানের মাঝে রাত কাটানোর জায়গা নেই। যেগুলি রয়েছে সেখানে থাকতে গেলে প্রচুর টাকার দরকার। তাই পর্যটকরা চান লেবং-এর চা বাগানে টি ট্যুরিজম গড়ে উঠুক। নদিয়া থেকে দার্জিলিং ঘুরতে এসে মইনুল আহসান বলেন, চা বাগানের মাঝে রাত কাটানোর ইচ্ছে অনেকেরই থাকে। কিন্তু দার্জিলিঙে সে সুযোগ নেই। আমরা শহরের একটি হোটেলে রয়েছি। সেখান থেকে ঘুরতে এসেছি। তবে এখানে যদি চা বাগানের মাঝে একটি থাকার জায়গা হত। তাহলে কিন্তু ছুটি’টা জমিয়ে উপভোগ করতে পারতাম।

advertisement

আর‌ও পড়ুন: ভয়ঙ্কর গরমের মধ্যেই বাইরে বের হতে হবে? আপনার জন্য থাকছে এই ব্যবস্থা

View More

বাঁকুড়া থেকে পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিলেন শুভ্রতনু মন্ডল। তিনি বলেন, খুব স্বল্প সময়ের জন্য লেবং চা বাগানে এসেছি। দারুন উপভোগ করছি জায়গাটা। তবে এখানে চা বাগানের মাঝে যদি একটা থাকার জায়গা থাকত তাহলে দার্জিলিং শহরে না থেকে এখানেই থাকতাম। গরমের সময়ে এখন পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিন হাজার দুই হাজার পর্যটকদের আগমন হয় এই চা বাগানে। এই চা বাগানে এসে নেপালি বস্ত্র পড়ে ছবিও তোলেন বহু মানুষ । চা বাগানকে ঘিরে দারুন আনন্দে কাটান সকলেই। তবে চা বাগানের মাঝে থাকার জায়গার অভাব বোধ করছেন পর্যটকরা। এই চা বাগাকে কেন্দ্র করে টি ট্যুরিজম গড়ে উঠলে পর্যটনের মানচিত্রে আলাদা মাত্রা যেভাবে বলে মনে করছেন স্থানীয়রা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tea Tourism: লেবং চা বাগান ঘিরে টি ট্যুরিজমের দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল