দক্ষিণ ভারতীয় খাবার মানেই একটা আলাদা ভাললাগা, আলাদা মজাদার স্বাদ। ইডলি, ধোসা, সাম্বার, উপমা থেকে কত কি না রয়েছে সেই তালিকায়। প্রতিটি খাবারই স্বাদে অতুলনীয়। বাঙালিদের মধ্যে এই খাবারগুলি বেশ জনপ্রিয়, বিশেষ করে ধোসা বেশ প্রিয় খাবার অনেকেরই। দক্ষিণ ভারতের খাবার নিয়ে এখন খানিক এক্সপেরিমেন্ট করতেও বাদ যাচ্ছে না বাঙালিরা।
advertisement
দক্ষিণের খাবারকে বাঙালীয়ানার ছোঁয়া দিতে নিজস্ব ফ্লেভার যোগ করে থাকেন অনেকেই। আর ধোসাপ্রেমীরা একটু নতুনত্ব স্বাদ পেলেই দূর দূর থেকে ছুটে আসে সেই স্বাদের টানে। শুধু একটু খোঁজের অপেক্ষা!আর সেই সব অসাধারণ খাবারের খোঁজ দেবে লোকাল ১৮ বাংলা।
এমনই এক নতুন ধোসার খোঁজ আজ আপনাদের জানাব। শহর জলপাইগুড়িতে মিলছে পেঁয়াজের ধোসা। যা খেতে দূর দূরান্তের মানুষ ছুটে আসছে জলপাইগুড়ির রাজবাড়ির সাউথ ইন্ডিয়ান স্টোরে। এখানে এলেই আপনি পাবেন বিভিন্ন ধরনের ধোসা। তবে সেখানে মূলত বেশি চাহিদা রয়েছে পেঁয়াজের ধোসার। এটি তৈরি হয় পেঁয়াজের সঙ্গে আলুর মিশ্রণ দিয়ে। এছাড়াও রয়েছে চিজ ধোসা, পেপার ধোসা ও বিভিন্ন রকম দক্ষিণ ভারতের খাবার দাবারের সম্ভার। দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই। ধোসার মূল্য রাখা হয়েছে ৫০ টাকা থেকে শুরু করে ৯০ টাকা পর্যন্ত। শুধু তাই নয় ধোসার সঙ্গে বাদামের চাটনি ও সাম্বার ছাড়াও রয়েছে বিভিন্ন রকমের আচার।
আরও পড়ুন – Semi Final Slot: ‘ডু অর ডাই’ ম্যাচ জিতেও চরম অস্বস্তিতে পাকিস্তান, সেমিফাইনালের ওঠার পথ কাঁটা বিছানো
এ বিষয়ে ধোসা বিক্রেতা বলেন, দক্ষিণ ভারতের যেসব খাওয়ার রয়েছে সেসব খাবার নিজের হাতে তৈরি করি। খাবারে ব্যবহার্য সমস্ত মশলাও নিজে হাতেই তৈরি করি। এই জন্যেই আর দশটা দোকান থেকে স্বাদে অন্যরকম হয়। জলপাইগুড়ির মানুষ বেশ পছন্দ করেন আর ভালোবাসেন। অন্যদিকে,ধোসাপ্রেমী এক ব্যক্তির থেকে জানা গেল, তিনি হামেশাই আসেন এই দোকানে। এখানকার পেঁয়াজের ধোসা খুবই ভালো সুস্বাদু। তবে শুধু ধোসাই নয়, অন্যান্য দক্ষিণী ভারতের খাবারের স্বাদও দুর্দান্ত। সন্ধ্যে হলেই বেশ ভালো ভিড় হয় এই দোকানে।
Surajit Dey