Mohammed Shami and Hasin Jahan: পারফরম্যান্স কী এসে যায়! ‘টাকা বেশি কামালে আমাদেরই লাভ’- শামিকে নিয়ে বোমা হাসিনের, ভাইরাল ভিডিও

Last Updated:

Mohammed Shami and Hasin Jahan: স্বামীর টাকাতেই নজর হাসিন জাহানের...

২০১৮ সাল থেকে আলাদা থাকছেন শামি ও হাসিন। শামির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ করেছিলেন তিনি। এমনকী ম্যাচ ফিক্সিং-এর মতো মারাত্মক অভিযোগও ছিল।
২০১৮ সাল থেকে আলাদা থাকছেন শামি ও হাসিন। শামির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ করেছিলেন তিনি। এমনকী ম্যাচ ফিক্সিং-এর মতো মারাত্মক অভিযোগও ছিল।
কলকাতা: বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছে টিম ইন্ডিয়া। বিশেষ করে শুরু থেকেও দলের প্রথম একদাশে না থাকলেও সুযোগ পেয়েই ফাটাফাটি পারফ্যান্স টিম ইন্ডিয়ার সুইং সুলতান মহম্মদ শামির। বঙ্গ পেস ব্যাটারি এখন দুনিয়া কাঁপাচ্ছেন শামি৷  ব্যক্তিগত জীবন কাঁটায় ভরা তা ভুলে কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন৷
পারিবারিক সমস্যা শামিকে জর্জরিত করে। ২০১৮ সালে, শামি এবং তাঁর স্ত্রী হাসিন জাহানের সম্পর্কের অবনতি ঘটে। শামি অন্য মহিলাদের সম্পর্কযুক্ত শামি শারীরিক ও মানসিক নিগ্রহ করেছিলেন শামির স্ত্রী হাসিন জাহান৷  থানায়  প্রতারণার অভিযোগও করেন তিনি৷ এখনও তিনি সেই একইরকম আগুন ঝরাচ্ছেন৷ শামির বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে জিজ্ঞাসা করা হলে তাঁর দাবি , তিনি ক্রিকেট দেখেন না, বোঝেন না ,শামির পারফরম্যান্স নিয়ে কিছু এসে যায় না৷ তবে এরপরেই তিনি মূল বোমাটি ফাটিয়েছেন৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
advertisement
হাসিন জাহান বললেন, ‘‘যত বেশি কামাবে তত আমাদেরই লাভ ’’ – আর এই কথাতেই নেটিজেনরা চটে আগুন৷
advertisement
পুলিশ ২০১৯ সালে শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। শামির স্ত্রী হাসিন জাহান তাঁর অভিযোগ নিয়ে  পশ্চিমবঙ্গ সরকারের মহিলা অধিকার কমিশনের কাছে গিয়েছিলেন। সেই  শামি এখন বল হাতে আগুন ঝরাচ্ছেন, আর  নিজের স্বামীকে ভাল খেলতে দেখে তাঁর স্ত্রী এ কী বললেন ? এই কথাগুলো শুনে রেগে আগুন নেটিজেনরা। ‘‘শামি খুব ভাল খেলছে। এভাবে ভাল খেললে ও আরও বেশি টাকা পাবে। ওর আরও টাকা মানে  আমাদের ভবিষ্যৎ ভালো হবে।’’
advertisement
একটি বেসরকারি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই বক্তব্য দিয়েছেন শামির স্ত্রী। নেটিজেনরা হাসিন জাহানের উপর ক্ষিপ্ত যে তিনি তাঁর মেয়েকে তার সামনে রেখে গেম খেলছেন।
নেটিজেনরা মন্তব্য করছেন হাসিন  একজন গোল্ড ডিগার অর্থাৎ যাঁর টাকা আছে তাকে ভরসা করে বেঁচে থাকে। হাসিন শামির বিরুদ্ধে বিষোদগার বন্ধ করেন না৷
বাংলা খবর/ খবর/খেলা/
Mohammed Shami and Hasin Jahan: পারফরম্যান্স কী এসে যায়! ‘টাকা বেশি কামালে আমাদেরই লাভ’- শামিকে নিয়ে বোমা হাসিনের, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement