ব্যাঙ্ক ও প্রশাসন সূত্রের খবর, মালদা জেলায় ১৯৩ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। এর মধ্যে ১৮০টি অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ বা লেনদেন বন্ধ করা হয়েছে। তবে, অর্ধেক অ্যাকাউন্ট থেকেই ট্যাবের টাকা তুলে নেওয়াও হয়েছে বলে মনে করছেন ব্যাঙ্ক কর্তারা।
advertisement
সূত্র মারফত জানাগিয়েছে, যে ১৮০টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সেগুলির মধ্যে কোন অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তার তালিকা তৈরি করা হচ্ছে। পাশাপাশি যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে, সেইসব অ্যাকাউন্টের ট্রানজেকশন আইডি, আইপি এড্রেস এবং লোকেশন চিহ্নিত করে টাকা উদ্ধারের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, এইসব তথ্য থেকে অপরাধীদের চিহ্নিত করে ধরপাকড় ও গ্রেফতারের প্রক্রিয়াও খুব শীঘ্রই শুরু করবে মালদা পুলিশ।
মালদহে প্রশাসনের সঙ্গে বিভিন্ন ব্যাঙ্কের সমন্বয়ের ভারপ্রাপ্ত লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার অমিতাভ কীর্তনীয়া বলেন, প্রশাসন থেকে আমাদের ১৯৩ টি অ্যাকাউন্টের বিষয়ে জানানো হয়েছে। ভিন রাজ্যের কয়েকটি অ্যাকাউন্ট বাদ দিলে বাকি সমস্ত অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করা হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত অ্যাকাউন্টের ডিটেইলস তথ্য মিলবে। পুলিশের হাতে সেই তথ্য তুলে দেওয়া হবে।
মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, পূর্ব বর্ধমান পুলিশের সঙ্গে যৌথ অভিযানে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার ঘটনায় মালদহের চারজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব মালদহের পড়ুয়াদের টাকা অন্য একাউন্টে যাওয়ার বিষয়টির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।