শহরের ব্যস্ত জীবনের মাঝে প্রকৃতির ছোঁয়া এনে দিতে শিলিগুড়ির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সূর্যসেন পার্কে এবার তৈরি করা হল পাখিঘর। শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘটা করে নিজের হাতে এই পাখিঘরের উদ্বোধন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এমএমআইসি শিক্তা দে বসু সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। শহরের বুকে এই পাখিঘরে মোট ৬০ জোড়া রঙিন পাখি ছাড়া হয়েছে, যার মধ্যে রয়েছে লাভ বার্ড, কোকাটেল, কান্নুর সহ নানা প্রজাতির পাখি। পার্কের ভেতরে রঙিন রঙিন পাখি দিয়ে ভর্তি এই পাখিঘর দেখে খুশিতে আত্মহারা এখানে ঘুরতে আসা পর্যটকেরা। ধরে নিন প্রকৃতির শান্ত নিরিবিলিশ স্নিগ্ধ ছোঁয়ায় হাঁটতে হাঁটতে চারিদিকে পাখিদের কিচির-মিচির শব্দ এবং তাঁরই মাঝে জলাশয়ে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে রংবেরঙের মাছ, ভাবুন তো কি দারুণ একটা ব্যাপার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে মেয়র গৌতম দেব জানান, শহরবাসীদের বিনোদন ও পর্যটকদের আকৃষ্ট করতে এবং সূর্যসেন পার্কের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে জোরকদমে। পাখি ঘরের জন্য ৭.৭৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, আর পার্কের সার্বিক উন্নয়নের জন্যে ইতিমধ্যেই ১৩ লক্ষ ২৫ হাজার টাকা খরচ হয়েছে। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ করা হবে। সবমিলিয়ে পার্কের সার্বিক উন্নয়নের জন্যে মোট ২৫ থেকে ৩০ লক্ষ টাকা ব্যয় করা হবে বলে জানান তিনি। পার্কটিতে শহরবাসীর স্বাচ্ছন্দ্যের জন্যে একটি ক্যাফেটেরিয়া তৈরি করার পরিকল্পনাও রয়েছে বলে জানান মেয়র।
সারাদিনের ক্লান্তি শেষে প্রকৃতির মাঝে এক টুকরো নিরিবিলি পরিবেশে বসে ঠান্ডা শীতল হাওয়ায় পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে শুনতে এক অন্ধ জগতে হারিয়ে যাবেন আপনি। বর্তমানে চারিদিকে শহরের কোলাহল ছেড়ে এই জায়গায় কিছুটা সময় বসলেই মন জুড়িয়ে যাবে।
সুজয় ঘোষ





