TRENDING:

Jalpaiguri News: ছাদে শুকাতে দেওয়া মশারিতে আটকে গেল ছানা! গোটা বাড়ির দখল নিল বাঁদরের দল! তারপর...

Last Updated:

Jalpaiguri News: সন্তানকে বাঁচাতে রণং দেহি মা! মশারির জালে আটকে পড়া ছোট্ট শিশুকে রক্ষা করতে হাজির গোটা বাঁদর বাহিনী। জলপাইগুড়িদের কাণ্ড দেখে অবাক সকলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: সন্তানকে বাঁচাতে রণং দেহি মা! মশারির জালে আটকে পড়া ছোট্ট শিশুকে রক্ষা করতে হাজির গোটা বাঁদর বাহিনী। জলপাইগুড়িদের কাণ্ড দেখে অবাক সকলে। আসলে সব মা’ই সন্তানদের আগলে রাখে প্রাণ দিয়ে। খাবারের খোঁজে বাঁদর দল হামেশাই চলে আসে লোকালয়ে।
advertisement

এদিন জলপাইগুড়ির পাতকাটা কলোনিতে দেখা মেলে একদল বাঁদরের। কিন্তু এই দিনের ঘটনাটা অন্য আর পাঁচ দিনের তুলনায় অনেকটাই আলাদা বটে। খাবারের খোঁজে ঘরের ভেতরে ঢুকে খাবার নষ্ট করা থেকে শুরু করে বাগানের ফল ফুল সবজির গাছ নষ্ট করা বাঁদরের কীর্তিতে যখন অতিষ্ট স্থানীয়রা, ঠিক তখনই চোখে পড়ে এক করুণ দৃশ্য। ছাদে মেলে রাখা মশারির জালে আচমকাই আটকে পড়ে একটি বাচ্চা বাঁদর। আর তাকে বাঁচাতেই দিশাহীন মা বাঁদরের প্রাণপণ চেষ্টা হৃদয় স্পর্শ করে বৈকি! সেই দিশাহীন মাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় অন্যান্য বাঁদরের দল।

advertisement

কার্যত আটকে থাকা বাচ্চাটির সেই জায়গাটি জুড়ে ঘেরাটোপ তৈরি করে অন্যান্য বাঁদরেরা। একদিকে স্থানীয়দের কেউ এগোলেই তাকে কামড়ে দেওয়ার প্রবণতা অন্যদিকে, নিজেরাও উদ্ধার করতে না পেরে হতাশ হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে বাঁদরের দল। প্রায় তিন থেকে চার ঘন্টা চলে এমন কান্ড কীর্তি।

আরও পড়ুনঃ Malda News: এ তো একেবারে কারখানা! উদ্ধার কোটি কোটি টাকার মাদক! চোখ কপালে পুলিশের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পরবর্তীতে পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে খবর দিলে তিনি এসে বহু প্রচেষ্টা চালিয়ে সেই ছোট্ট বাচ্চাটিকে সেই মশারি জআল থেকে মুক্ত করতে সক্ষম হন। কিন্তু অবাক করে ততক্ষণ অবধি শান্তভাবেই অপেক্ষা করছিল বাঁদরের দল। বাচ্চাটিকে উদ্ধার করা হলেই চটজলদি বুকে নিয়ে পাড়ি দেয় তাদের নিরাপদ আশ্রয়ে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ছাদে শুকাতে দেওয়া মশারিতে আটকে গেল ছানা! গোটা বাড়ির দখল নিল বাঁদরের দল! তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল