সাত সকালে ধবধবে সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় ঘরে বসেই। হোমস্টের লনে বসে দেখতে পাওয়া যাবে রবি কিরণে ঝলমল করা বরফাবৃত চূড়া। বিস্তৃত কাঞ্চনজঙ্ঘার ছবি যেন রং-তুলি দিয়ে আঁকা। কালিম্পং পাহাড়ের ছোট্ট গ্রাম পাহাড়ি এই গ্রাম পুরোটাই ঘেরা সবুজে। প্রকৃতির অনাবিল সৌন্দর্য এখানে ধরা দেয়। শহরের কোলাহল থেকে অনেক দূরে অচেনা পাহাড়ি এই গ্রামে বারবার ছুটে আসে ভ্রমণপিপাসু মন।
advertisement
আরও পড়ুন: গরমের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? ঘুরে আসুন লেপচাখা 'হেভেন অফ ডুয়ার্স'
'পাবং'-এ তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, কুয়াশা মোড়া সকালে সঙ্গীর হাতে হাত রেখে হেঁটে পাইনের আঁকাবাঁকা পথে হারিয়ে যাবেন এক অদ্ভুৎ মুগ্ধতায়। চারপাশে রয়েছে জঙ্গল, নদী আর পাহাড়ি ঝোড়া। এখানকার মানুষদের উষ্ণ আতিথিয়তা মুগ্ধ করে তোলে পর্যটকদের।
আরও পড়ুন: গরমের ছুটিতে ডেস্টিনেশন হতেই পারে পেলিং, কীভাবে যাবেন-কোথায় থাকবেন? জেনে নিন...
পাখি প্রেমীদের জন্য পাবং আদর্শ স্থান। রোলার, মিনিভেট, সানবার্ড, সোয়ালো-সহ নানা হিমালয়ান বার্ডের দেখা মেলে পাবংয়ে। এক কথায় ব্যস্ত জীবন থেকে ক্ষণিকের ছুটি নিয়ে একাকি প্রকৃতির কোলে হারিয়ে যেতে আপনার মনের আস্তানার সেরা ঠিকানা হয়ে উঠতে পারে নির্জন অরণ্যে পাখির কলতানে ঘেরা পাহাড়ি গ্রাম পাবং ।
পাবংয়ে কী কী দেখবেন?
পাবং থেকে মাত্র চার কিমি দূরেই চারখোল, ২০ কিমি দূরে লোলেগাঁও এবং লাভা ৩২ কিমি। পাবং থেকে কালিম্পং এর দূরত্ব ২৬ কিমি। পাবং এ এলে ঝান্ডিদাড়া থেকে সূর্যোদয় দেখা এক অনন্য অনুভূতি হতে পারে।
আরও পড়ুন: গরম তো থাকবেই, গ্রীষ্মের ছুটিতে তাও যেতেই পারেন 'বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন' গনগনি
কিভাবে যাবেন?
নিউ জলপাইগুড়ি থেকে পাবং এর দূরত্ব ১০০ কিলোমিটার। এনজিপি থেকে শিলিগুড়ি হয়ে শেয়ার জিপে করে কালিম্পং এবং সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যায় পাবং। গাড়িতে সময় লাগে ৪-৪.৩০ ঘন্টা। গাড়ী ভাড়া প্রায় ৩৫০০-৪০০০ টাকা।
কখন যাবেন?
সারা বছরই পাবংয়ে ভ্রমণপিপাসু পর্যটকদের আনাগোনা লেগেই থাকে।পাবং এ প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে অক্টোবর থেকে মার্চ হল সেরা সময়। তবে ঋতু অনুযায়ী পাবং এর সৌন্দর্যের বিভিন্নতা লক্ষ্য করা যায়।
দীপেন্দ্র লাহিড়ী