উত্তর দিনাজপুরের স্কুলের ছাত্র-ছাত্রীদের এবার পরিদর্শন করানো হচ্ছে উত্তর দিনাজপুর জেলার প্রাচীন মিউজিয়াম। উত্তর দিনাজপুর জেলার মিউজিয়ামে রয়েছে কখনও পাল যুগের আবার কখনও সেন যুগের নিদর্শন সহ বিভিন্ন সময় খননকার্যে উঠে আসা বিভিন্ন ধরনের প্রাচীনমূর্তি। শুধু মূর্তি নয়, জেলার টেরাকোটার বিভিন্ন ধরনের শিল্প, প্রত্নতাত্ত্বিক বস্তু, পাথর ও ব্রোঞ্জ, ভাস্কর্য, মুদ্রা, মুখোশ, চিত্রকলা, বস্ত্রশিল্প, কাঠ খোদাই ও লোকায়ত শিল্পের নানাবিধ নিদর্শনে সমৃদ্ধ রয়েছে এই মিউজিয়ামে।
advertisement
উত্তর দিনাজপুর জেলার ইতিহাসকে জানার জন্য তাই এবারে জেলার কর্ণজোড়ায় অবস্থিত সার্কিট হাউসের পাশে ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে প্রাচীন মিউজিয়ামে।
আরও পড়ুন: অল্প পুঁজিতে এত লাভ! এই নিয়ম মানলেই হবে পকেটে উপচে পড়বে টাকা
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা মহকুমা শাসক কিংশুক মাইতি জানান, “এই মিউজিয়াম পরিদর্শন করে পড়ুয়াদের যেমন জ্ঞান বৃদ্ধি পাবে, পাশাপাশি জেলার ঐতিহাসিক গুরুত্বের সঙ্গেও পরিচিত হবে তারা। ঐতিহাসিক স্থান এবং মিউজিয়াম পরিদর্শন, এগুলো তাদের অতীত সম্পর্কে চাক্ষুষ অভিজ্ঞতা দেবে, তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা নিজের মত করে বিশ্লেষণ করার দক্ষতা বাড়বে। যা তাদের ভবিষ্যতে কাজে লাগবে। মিউজিয়াম অথবা ঐতিহাসিক স্থান ভ্রমণকে অন্তর্ভুক্ত করার বিষয়টা ছাত্র-ছাত্রীদের মধ্যে ইতিহাস চেতনা গড়ে তোলার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পিয়া গুপ্তা