গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে জখম ছাত্রীর নাম অনুশ্রী চক্রবর্তী। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। প্রাক্তন ছাত্রের নাম অলক মণ্ডল। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের পড়ুয়া ছিল। দুজনেরই বাড়ি মালদহ শহরে। এদিন হঠাৎ বিশ্ববিদ্যালয় আসেন ওই প্রাক্তনী। প্রত্যক্ষদর্শীদের কথায়, হঠাৎ বিজ্ঞান ভবনের অঙ্ক বিভাগের সামনে ওই ছাত্রীকে ধরে ফেলে। গলায় এলোপাথাড়ি, চাকু মারতে থাকেন। তারপর কিছুটা দূরে গিয়ে একটি বেঞ্চের উপরে বসে নিজে নিজের গলায় এলোপাথাড়ি চাকু মারতে থাকেন তিনি। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের।
advertisement
আরও পড়ুনTeenager Death: পুকুরে তলিয়ে যাচ্ছিল জমজ ভাই, একজন বাঁচলেও অন্যজনকে রক্ষা করা গেল না
দ্রুত অন্যান্য ছাত্র-ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দুজনকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ঠিক কী কারণে এই ধরনের হামলা তা এখনও পরিষ্কার হয়নি। হামলার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে চাকু সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ। বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্টার রাজীব পাতিতুন্ডী বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে একটি ঘটনা ঘটেছে। একজন ছাত্রী জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি একজন প্রাক্তন ছাত্র যখন হয়েছে বলে শুনেছি। ঠিক কী কারণে ঘটনা তা এখনো জানা যায়নি। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরষিত সিংহ