Teenager Death: পুকুরে তলিয়ে যাচ্ছিল জমজ ভাই, একজন বাঁচলেও অন্যজনকে রক্ষা করা গেল না
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Teenager Death: দুপুরে খাওয়া-দাওয়ার পর বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে যায় দুই জমজ ভাই। কোনওভাবে তলিয়ে গিয়ে মৃত্যু হয় আরিয়ানের
হুগলি: বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে মর্মান্তিকভাবে মৃত্যু হল ১২ বছরের এক কিশোরের। ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দমোটরের রাধাগোবিন্দ নগরে। বুধবার বিকাল সাড়ে ৪টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। মৃত কিশোরের নাম আরিয়ান সাউ।
স্থানীয় সূত্রে খবর, প্রদীপ কুমার সাউ পরিবার নিয়ে হিন্দমোটর জনতা রোড এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। তাঁর যমজ ছেলে। বুধবার দুপুরে খাওয়া-দাওয়ার পর বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে যায় দুই জমজ ভাই। স্নান করতে করতে বিকেল সাড়ে চারটে নাগাদ কোনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় আরিয়ান। তার ভাই’ও ভেসে যাচ্ছিল। তাদের সঙ্গে থাকা বাকি কিশোরেরা ভয়ে পুকুর থেকে উঠে আশেপাশের লোকজনকে ডাকতে থাকে। স্থানীয় এক যুবক এসে বাঁচানোর চেষ্টা করেন।
advertisement
advertisement
ওই যুবক জলে নেমে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে শেষে জলের তলায় আরিয়ানকে খুঁজে পায়। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিশ এবং দমকল। উদ্ধারের পরই দ্রুত ওই কিশোরকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা আরিয়ানকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
advertisement
কিশোরের এই মর্মান্তিক মৃত্যু প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী বলেন, দুই ভাই জলে চান করতে নেমেছিল। ওদের সঙ্গে আরও একজন ছিল। হঠাৎ করে দুই ভাইকে তলিয়ে যেতে দেখে সেই ছেলেটি আশেপাশের লোকজনকে ডাকতে যায়। স্থানীয় এক যুবক দ্রুত জলে ঝাঁপিয়ে পড়ে এক ভাইকে রক্ষা করলেও অপরজনকে বাঁচাতে পারেনি।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 25, 2024 1:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Teenager Death: পুকুরে তলিয়ে যাচ্ছিল জমজ ভাই, একজন বাঁচলেও অন্যজনকে রক্ষা করা গেল না










