Miscreant Violence: রাত দুপুরে পুলিশের গাড়িতে গুলি চালাল কারা! কাঁপছে জলপাইগুড়ি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Miscreant Violence: সাদা পোশাকের পুলিশ তাদের দিকে এগিয়ে গেলেই গুলি বৃষ্টি শুরু করে দুষ্কৃতীরা। বৃহষ্পতিবার রাত প্রায় আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে
জলপাইগুড়ি: রাত দুপুরে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি বৃষ্টি! তেমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে। এই খবর জানাজানি হতেই আতঙ্কে কাঁপছেন স্থানীয় বাসিন্দারা। পিছনে ধাওয়া করেও প্রথমে পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারেনি। পরে তিনজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে জলপাইগুড়ি শহরের ব্যাবসায়ীদের অভিজাত এলাকায় একটি সন্দেহজনক গাড়িতে করে জনাকয়েক দুষ্কৃতী এসেছিল। সেই সময় সাদা পোশাকের পুলিশ তাদের দিকে এগিয়ে গেলেই গুলি বৃষ্টি শুরু করে দুষ্কৃতীরা। বৃহষ্পতিবার রাত প্রায় আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহরের প্রধান ব্যবসায়িক কেন্দ্র দিন বাজারের রামানন্দ দাগা সরণিতে হানা দিয়েছিল কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ দলের সদস্যরা।
advertisement
আরও পড়ুন: এশিয়ান চ্যাম্পিয়নশিপে সুযোগ পুরুলিয়ার শিক্ষিকার, ক্যারাটের প্যাঁচে মাত করবেন প্রতিপক্ষদের
advertisement
৪-৫ জন দুষ্কৃতীর একটি দল নজরে আসতেই পুলিশ তাদের ধাওয়া করে। ওমনি পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনা প্রসঙ্গে স্থানীয় ব্যাবসায়ী লালবাবু সিং জানান, ভোর হতেই শুনতে পেলাম রাতে গুলি চলেছে। এমনটা এই শহর আগে হয়নি। এর ফলে সকলে আতঙ্কে আছেন বলে জানান। ঘটনাস্থলের ঠিক উপরেই বসবাস ব্যবসায়ী তৈমুর ইমরানের। তিনি বলেন, সকালে উঠে দেখি আমার ওষুধ দোকানের গার্ড ওয়ালটা ভাঙা। তার পরেই শুনছি রাতে গুলি চলেছিল।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2024 1:18 PM IST