আরও পড়ুনঃ দুধ দেখলেই বাচ্চার বমি পায়? ‘milk-biscuit syndrome’ নেই তো? বকাবকি না করে ডাক্তারের কাছে ছুটুন
কুকুরের দলের আক্রমনে আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম। একদল কুকুর গ্রামের ছাগল ভেঁড়াদের খুবলে খাচ্ছে। একা পেলে গ্রামবাসীদের উপরেও হামলা করছে l ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রামে এখন ঘুরে বেড়াচ্ছে একদল পথ কুকুর। তারা প্রায় প্রতিদিন পাঁচ ছটি করে ছাগল ভেড়া মুরগির উপর হামলা করছে। এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে গ্রামবাসীরা। কারণ তারা পশুপালন করে তাঁদের জীবিকা নির্বাহ করেন।
advertisement
রমজান আলি নামের এক গ্রামবাসী জানান, “আমরা এখন রাস্তায় একা চলতে ভয় পাই। কারণ একা চললেই এই কুকুরের দলগুলো তাদের ওপর বেশি আক্রমণ করে। হাতে লাঠি নিয়ে চলতে হয়। বাইক ও সাইকেল চালকদের দেখলে আরও পিছু নেয় কুকুরগুলি।”
আরও পড়ুনঃ ১টি পাতাতেই কিস্তিমাত ইউরিক অ্যাসিডের! গোড়া থেকে নির্মূল করবে গাঁটের ব্যথা-যন্ত্রণা
একসঙ্গে প্রায় ২৫ থেকে ৩০ টি কুকুর ঘুরে বেরচ্ছে এলাকায়। এলাকাবাসীরা ভয় পাচ্ছে তাঁদের সন্তানদের নিয়ে। আতঙ্ক একটাই যখন স্কুল থেকে তাঁদের সন্তানরা বাড়ি ফেরে বা স্কুল যাওয়ার সময় তাঁদের কোনও ক্ষতি না করে দেয় কুকুরগুলি। বিষয়টি স্থানীয় পঞ্চায়েতে জানানো হয়েছে।
Annanya Dey