গত ২০১৯ সালে তিনি এবং তাঁর দূর সম্পর্কের তিনজন ভাই মিলে কালিয়াচকের মাস্টার পাড়া এলাকায় ৮ কাঠা জমি কেনেন। কিন্তু এখন সেই জায়গায় বেআইনিভাবে দখল নিতে চাইছে স্থানীয় কিছু জমি মাফিয়ারা। এরই প্রতিবাদ করায় সেই এলাকার সমস্ত জমি মাফিয়ারা মিলে দুষ্কৃতিদের নিয়ে ওই মুদি ব্যবসায়ীর জায়গায় হামলা চালায়।
শুধু যাত্রীরা নন, এক বিমানের চাপে শেষ আরও ৩৩ প্রাণ! ভাঙা প্লেনের পিছন থেকেও যা পাওয়া গেল…!
advertisement
সাদা চাঁদের মতো, নাকি কালো? আপনার নখে রয়েছে এই দাগ? শরীরে কিসের ঘাটতি, জেনে নিন!
জায়গার দখল নিতে সেই জায়গায় থাকা এক ভাড়াটিয়াকেও বেধড়ক মারধর করে জমি মাফিয়ারা। এমনকি ভাড়াটিয়া ব্যক্তিকে ঘরবন্দি করে তাঁর স্ত্রীকে ব্যাপক মারধর করে এবং নির্যাতনের চেষ্টা চালায় জমি মাফিয়ারা বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই প্রাণভয়ে এখন ঘর ছাড়া ভাড়াটিয়া পরিবার। প্রাণনাশের আতঙ্কে নিজের দোকানেও যেতে পারছেন না ওই মুদি নাজিমুল ইসলাম।
এই ঘটনার পর কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আলিম শেখ, নাসিম শেখ, ফারুক শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। তবে পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ ঘরছাড়া পরিবারের। অবশেষে সেই পরিবার মালদহ জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন।
যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, \”অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।\”তবে কালিয়াচক থানার ঢিল ছড়া দূরত্ব এলাকার এমন ঘটনায় শোরগোল পড়েছে জেলা জুড়ে। প্রশ্ন উঠছে জেলার পুলিশি নিরাপত্তা নিয়ে।জিএম মোমিন।