সাদা চাঁদের মতো, নাকি কালো? আপনার নখে রয়েছে এই দাগ? শরীরে কিসের ঘাটতি, জেনে নিন!
- Published by:Tias Banerjee
Last Updated:
অনেক সময় দেখা যায় নখে হালকা রেখার মতো দাগ পড়ে যায়, যা স্পর্শ করলে বোঝা যায়। এই দাগ বা রেখাগুলি শুধু সৌন্দর্য নষ্ট করে না, শরীরের ভেতরের পুষ্টির অভাব বা স্বাস্থ্য সমস্যার ইঙ্গিতও হতে পারে। নখে রেখা কেন পড়ে?
advertisement
advertisement
advertisement
👉 উল্লম্ব রেখা (Vertical lines) – সাধারণত হালকা ধরনের এই রেখাগুলি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই দেখা দিতে পারে। কিন্তু যদি এই রেখাগুলি খুব গাঢ় হয় এবং নখ ভেঙে যেতে থাকে, তাহলে তা শরীরে পুষ্টির ঘাটতি বা অভ্যন্তরীণ রোগের ইঙ্গিত দিতে পারে। একজিমা, অতিরিক্ত শুষ্ক ত্বক, থাইরয়েডের সমস্যা বা ‘লাইকেন প্ল্যানাস’ নামের এক ধরনের অটোইমিউন রোগে এই ধরনের রেখা দেখা দিতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement