অতি বিরল ঘটনার কথা জানাজানি হতেই ছাগলটিকে দেখার জন্য অসংখ্য মানুষ ছুটে আসছেন। ছোট্ট ছাগলছানাটির চোখ যেমন কপালে রয়েছে, তেমনই জিভটাও স্বাভাবিকের তুলনায় অনেকটাই লম্বা।
আরও পড়ুন- মৌমাছি তাড়াতে গিয়ে বট গাছে লাগল আগুন! নেভাতে হিমশিম দমকল কর্মীদের
কপালে চোখ নিয়ে জন্ম নেওয়া এই ছাগলছানার গল্প এখন লোকের মুখে মুখে ফিরছে। বিরল এই ঘটনার কথা শুনে গ্রামবাসীরা ছুটে আসছেন ক্রান্তির পূর্ব ধলাবাড়ি গ্রামে। এই গ্রামটি মূলত বাইক অ্যাম্বুলেন্স দাদা পদ্মশ্রী করিমুল হকের গ্রাম হিসেবেই পরিচিত।
advertisement
সেই গ্রামের বাসিন্দা ফুজলুল হকের বাড়িতে জন্ম নিয়েছে অদ্ভুত দর্শন এই ছাগল শিশু। ছাগলটির মুখের গঠন দেখতে অনেকটা শিম্পাঞ্জিদের মতো। স্থানীয় বাসিন্দা মফিজুল আলম বলেন, ‘এমন ছাগল এর আগে কখনও দেখিনি। ছাগলছানাটির কপালে দুটো চোখ রয়েছে।’
আরও পড়ুন- ৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়ায় ওলটপালট, আকাশ ফালাফালা করে বিদ্যুতের দাপট, ঝড়-বৃষ্টির দাপট
ছাগলটির মালিক ফুজলুল হক জানান, ‘জন্মানোর পর থেকে এখনও পর্যন্ত সুস্থ রয়েছে ছাগল শিশুটি। আমরা ওকে নিয়মিত দুধ খাওয়াচ্ছি।
সুরজিৎ দে