পুতুলের গায়ে ফোটানে সূচ দেখে তা ‘কালো জাদু’ বা ব্ল্যাক ম্যাজিকের জন্য রাখা বলে ধারণা হয় সাধারণ মানুষের। এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে ওই পুতুল কারও ক্ষতির জন্য রাখা হয়েছে বলে মনে করেন তাঁরা।
আরও পড়ুন: নতুন বছর উদযাপনে এ কেমন কাণ্ড? হাড়কাঁপানো ঠান্ডায় জলে ২ হাজারেরও বেশি ডুব দিলেন ব্যক্তি
advertisement
খবর পেয়ে সেই এলাকায় ছুটে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। সংস্থার কার্যকরী সভাপতি অনিরুদ্ধ সিনহা মানুষকে আশ্বস্ত করে জানিয়েছেন, আতঙ্কের কোন কারণ নেই এটি একটি নিছক সাধারণ কোন ঘটনামাত্র। এর সঙ্গে কালো জাদুর কোনও সম্পর্ক নেই।
এই ধরনের কুসংস্কারে কবলে পড়ে বিভিন্ন সময় নিজেদের আশেপাশে কোনওরকম ঘটনা ঘটলে এখন অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং তান্ত্রিক ও ওঝার কাছে ছুটে যান। যদিও কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মত অলৌকিক ঘটনা নিয়ে বিজ্ঞান মঞ্চ থেকে বারবার মানুষকে সচেতন করা হয় তবুও একশ্রেণীর মানুষ এখনও এগুলির উপর বিশ্বাস করে থাকেন।
পিয়া গুপ্তা